NATUNPATA | POETRY BHABANIPRASAD — CHARAR HAT JAMJAMAT | FULLARA DHAR — 26 FEBRUARY 2024

নতুনপাতা | কবিতা — ছড়ার হাট জমজমাট | ফুল্লরা ধর — ২৬ ফেব্রুয়ারি ২০২৪

ছোটদের বিভাগ

NATUNPATA  POETRY BHABANIPRASAD  CHARAR HAT JAMJAMAT  FULLARA DHAR  26 FEBRUARY 2024

নতুনপাতা  

কবিতা

ছড়ার হাট জমজমাট    

ফুল্লরা ধর


শৈশবেতেই শিশু মনটার 
‘স্বপ্ন গেছে চুরি’
কী করে তাই ঘোড়ার পিঠে
ছুটবে রাজপুরী।

‘টাপুর টুপুর ছড়ার নূপুর’
‘ছড়ার হাট জমজমাট’
খিল ধরে যায় পড়লে পড়ে 
আপনি খোলে কপাট।

‘স্বপ্ন গেছে চুরি’ বলেই 
কেউ নাড়ে না কড়া
মিঠে কড়া ‘ছড়া সমগ্রে’ 
কত ‘মজার ছড়া’।

তাঁর লেখাতে ঢেউ ফেলে যায়
কত নতুন ধারা 
ঝংকৃত হয় বারে বারেই 
মনকে দেয় নাড়া।

আর কেউ নন তিনিই তো 
শিশু মনের কবি
সবার প্রিয় ‘ভবানীপ্রসাদ’ 
তার এঁকে যান ছবি।

না-ফেরার দেশের ডাকেই 
কাটল ছন্দ-তাল
লেখালেখির মাঝেই তাঁকে 
পাবোই চিরটাকাল।

Comments :0

Login to leave a comment