গত চার অক্টোবর প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছিল উত্তরবঙ্গ। ভুটান পাহাড়ে একটানা বৃষ্টির জেরে জলঢাকা, গাঠিয়া, ডায়না নদীর জল ঢুকে পড়েছিল নাগরাকাটার বামনডাঙ্গা ও টুন্ডু এলাকায়। জলে স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হয় বেশ কয়েকজনের। বুধবার পর্যন্ত ৯ জনের মৃতদেহ উদ্ধার হয়েছিল বামনডাঙ্গা থেকে। শুক্রবার টুন্ডু এলাকা থেকে উদ্ধার হল আরেকটি মৃতদেহ। মৃতদেহটি এক মহিলার বলেই প্রাথমিক অনুমান পুলিশের। এই নিয়ে দশটি মৃতদেহ উদ্ধার হল নাগরা কাটা এলাকা থেকে। এখনও বামন ডাঙ্গা এলাকায় নিখোঁজ রয়েছে দুজন। ঘটনাস্থলে পৌঁছেছে নাগরাকাটা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে নাগরাকাটা থানায়। বন্যার রাতে লোকসান এলাকা থেকেও জলের স্রোতে ভেসে গিয়েছিল বেশ কয়েকজন। নিখোঁজদের মধ্যেই ছিলেন আমিনা খাতুন। মৃতদেহটি লোকসান এলাকার বাসিন্দা আমিনা খাতুনের বলেই পুলিশের প্রাথমিক অনুমান। আমিনা খাতুনের পরিবারকে দেহ শনাক্ত করার জন্য খবর দিয়েছে পুলিশ। মৃতের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
North Bengal Disaster
আরও একটি দেহ উদ্ধার নাগরাকাটায়

×
Comments :0