শুটিংয়ের হাত ধরেই এই বছর অলিপিকে এসেছে দুটি পদক । শুটিং বিভাগেই দুইবার ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের ও সর্বজ্যোৎ সিং । ফের একবার শুটিংয়েই আসতে পারে পদক । ৫০ মিটার রাইফেল থ্রি এর ফাইনালে উঠছেন স্বপ্নীল কুসালে । তাকে ঘিরেই তৃতীয় পদকের স্বপ্ন দেখছে ভারত । তার ইভেন্ট শুরু দুপুর ১ টা থেকে। এছাড়াও অন্যান্য ইভেন্টের মধ্যে ব্যাডমিন্টনে প্রি - কোয়ার্টারে নামছেন পি ভি সিন্ধু ও লক্ষ্য সেন । হকিতে গ্রুপের শেষ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে ভারত ( দুপুর ১ : ৩০ ) । ব্যাডমিন্টনে ডাবলসে সাত্ত্বিকসাইরাজ ও চিরাগ শেট্টি ( বিকেল ৪ : ৩০ ) । শেষ চারে যাওয়ার লড়াই তাদের ।
এছাড়াও অন্যান্য ইভেন্টে আজ ভারতের প্রতিনিধিত্ব করবেন -
শুটিং -
অঞ্জুম মুদগিল, কৌর শর্মা নামবেন মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি তে । ( বিকেল ৩ : ৩০ )
বক্সিং -
নিখাত জারিন ( দুপুর ২ : ৩০ )
গলফ -
শুভঙ্কর শর্মা , গগনজিৎ ভাল্লার ( দুপুর ১২ : ৩০ )
সেলিং -
বিষ্ণু সর্বানান ( বিকেল ৩ : ৪৫ )
নেত্রা কুমানান ( সন্ধ্যা ৭ : ০৫ )
তীরন্দাজি -
প্রবীণ রমেশ যাদব ( দুপুর ২ : ৩১ )
ব্যাডমিন্টন-
পি ভি সিন্ধু ( রাত ১০ টা )
Comments :0