শুক্রবার তেলেঙ্গানার রঙ্গা রেড্ডি জেলার আদিবাতলাতে বাড়ি থেকেই ২৪ বছর বয়সী এক যুবতীকে ‘অপহরণ’ করার অভিযোগ উঠেছে। অন্তত ১০০ জন মিলে অতর্কিতে বাড়িতে হামলা চালিয়ে যুবতীকে তুলে নিয়ে যায় বলে বলে অভিযোগ। যদিও, ঘটনার ছয় ঘন্টার মধ্যেই তাঁকে উদ্ধার করে পুলিশ।
যুবতীর বাবা-মায়ের অভিযোগ, প্রায় ১০০ জন লোক তাঁদের বাড়িতে মেয়েকে জোর করে নিয়ে যায়। ভাঙচুর চালায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে।
তেলেঙ্গানা পুলিশ এই বিষয়ে একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত চলছে।
শুক্রবার রাত নাগাদ রাচাকোন্ডা পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করার সময়, তার পরিবার কে নবীন রেড্ডি নামে একজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পুলিশ অপহরণ, খুনের চেষ্টা, অনুপ্রবেশ ইত্যাদির অভিযোগে মামলা করেছে এবং এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত যুবকের সঙ্গে যুবতীর একটি প্রণয়জনিত সম্পর্ক ছিল। যা মেয়ের বাড়ির লোক মানতে অস্বীকার করে অন্যত্র বিয়ে দেওয়ার পরিকল্পনা নেয়। শুক্রবার সেই বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। অন্যদিকে অভিযুক্ত যুবকের তরফে দাবি করা হয়েছে, ইতিপূর্বেই তার সাথে মেয়েটির বিবাহ হয়ে গেছে।
পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে।
Telengana kidnap
তেলেঙ্গানায় দঙ্গল বেঁধে বাড়ি থেকে অপহরণ যুবতীকে
×
Comments :0