টানা পাঁচদিন তীব্র অশান্তির পর পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সমঝোতা করল শেহবাজ শরিফ সরকার।
গত ২৯ সেপ্টেম্বর থেকে অশান্তির জেরে ১২ জনের প্রাণ গিয়েছে। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর জয়েন্ট অ্যাকশন কমিটি ৩৮ দফা দাবিতে নেমেছিল আন্দোলনে। কিন্তু আলোচনা প্রক্রিয়া ব্যর্থ হওয়ায় অশান্তি ছড়িয়ে পড়ে রাস্তায়।
শনিবার পাকিস্তানের সংসদ বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী বিবৃতিতে জানান যে ২৫ দফা শর্তে সমঝোতা হয়েছে। সমঝোতা পত্রের ছবি প্রকাশ করেন তিনি বলেন ‘শান্তির জয় হয়েছে’।
শুক্রবার নয়াদিল্লিতে ভারতের বিদেশ মন্ত্রক পাক অধিকৃত কাশ্মীরে অশান্তি প্রসঙ্গে বিবৃতি দেয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ‘পাকিস্তানের দমন নীতির ফলে এমন অশান্তি চলছে।’’
গত বুধবার পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজা পারভেজের নেতৃত্বে প্রতিনিধি দল পাঠান শেহবাজ শরিফ। বিভিন্ন অংশের সঙ্গে আলোচনায় বসে এই প্রতিনিধিদল।
শনিবার সমঝোতায় ঠিক হয়েছে, বিক্ষোভকারী এবং সুরক্ষা কর্মীদের মৃত্যুর ক্ষেত্রে সন্ত্রাসবাদ দমন আইনে বিচার হবে। মুজফ্ফরাবাদ ও পুঞ্চ ডিভিশনে আলাদা দু’টি মাধ্যমিক শিক্ষা বোর্ড এখনই গঠনের দাবি মেনে নিয়েছে সরকার। স্থানীয় প্রশাসনকে ১৫ দিনের মধ্যে চিকিৎসা সংক্রান্ত কার্ড দিতে হবে।
সমঝোতায় ঠিক হয়েছে, এমআরআই, সিটি স্ক্যানও বিনামূল্যে করানো হবে। পাক অধিকৃত কাশ্মীরের সব জেলায় এই ব্যবস্থা ধাপে ধাপে চালু করতে রাজি হয়েছে শেহবাজ শরিফ সরকার।
পাক অধিকৃত কাশ্মীরে বিদ্যুৎ পরিকাঠামোর উন্নতির জন্য ১০০০ কোটি পাকিস্তানি মুদ্রা বরাদ্দ করতে রাজি হয়েছে সেদেশের সরকার। দু’টি গুরুত্বপূর্ণ সুড়ঙ্গ পথ করার কাজে হাত দেওয়ার জন্য বিশেষজ্ঞ কমিটি গড়ার কথা হয়েছে।
পাঁচ দিন বিক্ষোভের সময় পাক অধিকৃত কাশ্মীর কার্যত স্তব্ধ হয়ে ছিল। যানবাহন চলাচল বন্ধ ছিল। বিক্ষোভকারীদের অভিযোগ ছিল সেনাকে নামিয়ে নাগরিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধেও।
PoK Unrest
পাক অধিকৃত কাশ্মীরে অশান্তি থামাতে সমঝোতা শরিফের

×
Comments :0