দখলদারিতে রয়েছে প্যালেস্তাইনের ওয়েস্ট ব্যাঙ্কও। এই অঞ্চলেই অলিভ চাষিরা আক্রান্ত। তাঁদের ওপর বিষ গ্যাস প্রয়োগের অভিযোগ উঠছে ইজরায়েলের বিরুদ্ধে।
যুদ্ধ সম্পর্কিত আন্তর্জাতিক বিধি উড়য়ে চলার অভিযোগ বারবারই উঠছে ইজরায়েলের বিরুদ্ধে। বিশেষ করে উদ্বাস্তু মানুষের শিবিরে পরপর বোমা ফেলায়। এর আগেই নিষিদ্ধ ফসফরাস বোমা ফেলা হয়েছে গাজায়। বিষাক্ত গ্যাস প্রয়োগের অভিযোগ প্যালেস্তাইনের আরেক প্রান্তে, অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কে।
ওয়েস্ট ব্যাঙ্কের তুলকারামের বেত লিডে অলিভ চাষ হয়। উপনিবেশবাদ এবং প্রতিরোধ কমিশনের অধিকর্তা মুরাদ শেতউইয়ি ‘ওয়াফা’ সংবাদসংস্থাকে এই অভিযোগ জানিয়েছেন। তিনি বলেছেন, আন্তর্জাতি ত্রাণ কর্মীদের বারবার হুমকি দিচ্ছে ইজরায়েল। কিন্তু তবু জীবনের ঝুঁকি নিয়ে রয়েছেন তাঁরা।
শেতউইয়ির অভিযোগ, বহু কৃষক শ্বাসরোধী বিষাক্ত গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। শ্বাসকষ্ট হচ্চে তাঁদের। চাষের খেতে কাজ করার সময় তাঁদের দিকে ছোঁড়া হয়েছে বিষাক্ত গ্যাস ভরা ক্যান।
অলিভ চাষিরা গত এক বছর ধরে বারবার আক্রমণের মুখে পড়ছেন। কেট নেওয়া হয়েছে ফসল। ইজরায়েলের সেনারা হামলা চালাচ্ছে। কিন্তু কেবল এরা একাই হামলা চালাচ্ছে না। ইজরায়েল ওয়েস্ট ব্যাঙ্কে দফায় দফায় বসিয়েছে তাদের দেশের একদল লোককে। তাদের ‘উদ্বাস্তু’ বলে শিবির করা হয়েছে প্যালেস্তিনীয়দের হঠিয়ে। এরাই বিভিন্ন সময়ে হামলা চালাচ্ছে প্যালেস্তাইনের ওয়েস্ট ব্যাঙ্কের নাগরিকদের ওপর। এই দকলদার বাহিনীর সাকরেদরা হামলা চালাচ্ছে অলিভ চাষিদের ওপরও।
OLIVE FARMERS ISRAEL
অলিভ চাষিদের ওপর বিষাক্ত গ্যাস ছুঁড়ছে ইজরায়েল
×
Comments :0