ACCIDENT

বাইকের ধাক্কায় গুরুতর জখম পথচারী, ২ নম্বর সেতু এলাকায় ফের দুর্ঘটনা

জেলা

ফের দুর্ঘটনা ঘটল ২ নম্বর সেতু সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার জলপাইগুড়ি থেকে ধূপগুড়িমুখী একটি বাইকের ধাক্কায় গুরুতর জখম হলেন এক পথচারী। ​স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার দিক না দেখে পার হতে গিয়ে ওই ব্যক্তি দুর্ঘটনার কবলে পড়েন। বাইকের ধাক্কায় তিনি ছিটকে পড়ে যান রাস্তায়।
​ঠিক সেই সময় রাস্তার পাশে উপস্থিত ছিল ধূপগুড়ি থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দ্রুত তাঁকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পাঠায়। আহত ব্যক্তির নাম প্রদীপ সোম। তাঁর মুখ ও নাকে গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে। উল্লেখ্য, গত দশমীর সন্ধ্যাতেই এই ২ নম্বর সেতু সংলগ্ন এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছিল। ফের সেই একই জায়গায় দুর্ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। পুলিশ বাইকটিকে আটক করেছে।

Comments :0

Login to leave a comment