ফের দুর্ঘটনা ঘটল ২ নম্বর সেতু সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার জলপাইগুড়ি থেকে ধূপগুড়িমুখী একটি বাইকের ধাক্কায় গুরুতর জখম হলেন এক পথচারী। স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার দিক না দেখে পার হতে গিয়ে ওই ব্যক্তি দুর্ঘটনার কবলে পড়েন। বাইকের ধাক্কায় তিনি ছিটকে পড়ে যান রাস্তায়।
ঠিক সেই সময় রাস্তার পাশে উপস্থিত ছিল ধূপগুড়ি থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দ্রুত তাঁকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পাঠায়। আহত ব্যক্তির নাম প্রদীপ সোম। তাঁর মুখ ও নাকে গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে। উল্লেখ্য, গত দশমীর সন্ধ্যাতেই এই ২ নম্বর সেতু সংলগ্ন এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছিল। ফের সেই একই জায়গায় দুর্ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। পুলিশ বাইকটিকে আটক করেছে।
ACCIDENT
বাইকের ধাক্কায় গুরুতর জখম পথচারী, ২ নম্বর সেতু এলাকায় ফের দুর্ঘটনা

×
Comments :0