কেনিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় ক্রু সদস্য, পাইলট সহ মোট ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানাা গেছে, মঙ্গলবার সকালে বিমান দুর্ঘটনাটি ঘটেছে কেনিয়ার কোয়ালে কাউন্টিতে। কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, মঙ্গলবার ভোরে ৫ ওয়াই-সিসিএ বিমানটি দিয়ানি থেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্র কিচওয়া টেম্বোর উদ্দেশে রওনা দিয়েছিল। বিমানটি মোট ১২ জন বিদেশি পর্যটক ছিলেন। দিয়ানি থেকে রওনা হওয়ার কিছুক্ষণ পরেই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। দুর্ঘটনাটি ঘটে ডিয়ানি এয়ারস্ট্রিপ থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের পাহাড়ি ও বনাঞ্চল এলাকায়। ভেঙে পড়ার পরেই বিমানটি দাউদাউ করে জ্বলতে শুরু করে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরের তথ্য অনুযায়ী জানা গেছে দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় উদ্ধারকারীদল ঘটনাস্থলে পৌছে যান। তবে প্রবল বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়। বিমানে থাকা ১২ জনের কাউকেই এখনও উদ্ধার করা যায়নি। কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, প্লেনটি উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে এবং আগুন ধরে যায়। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তবে দুর্ঘটনার কারণ এবং নিহতের পরিচয় খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
Kenya Plane Crash
কেনিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ১২
×
Comments :0