RG KAR AREEST SFI

প্রতিবাদীদের গ্রেপ্তার করে পুলিশ, দুষ্কৃতীদের নয়: দেবাঞ্জন

রাজ্য কলকাতা

বৃহস্পতিবার আর জি কর হাসপাতালের সামনে ছাত্র-যুব-মহিলারা।

দুষ্কৃতীদের অবাধ ঘোরাফেরা নিশ্চিত করছে পুলিশ। সে কারণেই বারবার প্রতিবাদীদের ওপর চলছে দমন। বৃহস্পতিবার স্বাধীনতার দিনে পুলিশের গ্রেপ্তারিতে এই ভাষাতেই ক্ষোভ জানিয়েছেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। এদিন এসএফআই, ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির মিছিল আটকাতে ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতেরা লালবাজারে সেন্ট্রাল লকআপে রয়েছেন। 
দেবাঞ্জন বলেছেন, ‘‘স্বাধীনতার দিনে প্রতিবাদের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হলো। আমরা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ দাবি করছি। ’’
বুধবার মাঝরাতে সারা রাজ্যে মহিলাদের ডাকে আরজি কর হাসপাতালের নির্যাতিতার বিচারের দাবিতে মহিলাদের ডাকে জনবস্ফোরণ দেখা গিয়েছে। মাঝরাতেই স্থানীয় একদল দুষ্কৃতী পাঠিয়ে আর জি কর হাসপাতালে হামলা চালানো হয়। গোটা ঘটনায় নিহত চিকিৎসক ছাত্রীর নিপীড়নে মূল দোষীদের আড়াল করার অভিযোগ বারবার তুলছে বিভিন্ন অংশ। একই আশঙ্কা জানিয়েছে চিকিৎসকদের যৌথ মঞ্চ ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস’। চিকিৎসক, বিক্ষোভরত বামকর্মীদের ওপর পরিকল্পিত আক্রমণ হয় মাঝরাতে।  
দেবাঞ্জন বলেছেন, ‘‘উন্মত্ত হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। নিহত চিকিৎসকের বিচারের দাবিতে আন্দোলনরতদের ওপর চলেছে তাণ্ডব। সাক্ষ্য প্রমাণ লোপাট করতে হাসপাতালে ভাঙচুর করল এই বাহিনী। পুলিশ সব চুপচাপ দেখল। মুখ লুকালো বাথরুমে। আর এই ঘটনার প্রতিবাদে মিছিলে নামলে গ্রেপ্তার করা হলো আমাদের। দুষ্কৃতীদের মুক্তাঞ্চল করা হচ্ছে।’’ তিনি জানিয়েছেন বিচারের দাবিতে লড়াই চলবে। 
পুলিশ গ্রেপ্তার করলেও মিছিল হয়েছে। শ্যামবাজার থেকে আর জি কর হাসপাতালের গেট পর্যন্ত স্পর্ধার মিছিল করেছে এসএফআই, ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কর্মীরা।

Comments :0

Login to leave a comment