Debra

তোলাবাজের পক্ষ নিয়ে হুমকি, পুলিশকে ঘিরে বিক্ষোভ ডেবড়ায়

জেলা

চিন্ময় কর- ডেবরা 

গত বৃহস্পতিবার গ্রামপঞ্চায়েত দপ্তরেই তৃণমূল অঞ্চল সভাপতি তথা প্রাক্তন প্রধান বিনোদবিহারী দে এবং পঞ্চায়েত সচিব সবুজ চক্রবর্তী এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নিয়ে সরকারি গাছের ডাল কেটে নেওয়ার নির্দেশ দেন। পরের দিন সাত সকালে সেই গাছের ডাল কাটতে এলে এলাকার মানুষের প্রশ্নে এমন তথ্য সহ তার ভিডিও ফুটেজ প্রকাশ পায়। জনরোষের ভয়ে সেদিন সারাদিন গ্রাম পঞ্চায়েত দপ্তরেই আসেননি প্রধান, উপপ্রধান সহ পঞ্চায়েত কর্মীরা। এমনকি সোমবারও ওই পঞ্চায়েত সচিব দপ্তরে অনুপস্থিত ছিলেন। শুক্রবার ডেবরা বিডিও দপ্তরে ছবি সমেত অভিযোগ জমা পড়লে তিনি সোমবারের মধ্যে পদক্ষেপ নেওয়ার কথা বলেন। আর মঙ্গলবার দেখা গেল তাজ্জব ঘটনা। ডেবরা থানার ওসি তোলাবাজ পঞ্চায়েত সচিবকে সঙ্গে নিয়ে গ্রাম পঞ্চায়েত দপ্তরে যান। সেই সময় পঞ্চায়েত দপ্তরের সামনে গ্রামবাসী সহ সিপিআই(এম)’র পঞ্চায়েত সদস্য সুমিত অধিকারী, সিপিআই(এম) নেতা প্রাণকৃষ্ণ মণ্ডলের এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে সরব হন। ডেবরা থানার ওসি’কে দেখা যায় তাদের হুমকি দিতে। সেই হুমকি উপেক্ষা করে ওসি’কে ঘিরে ধরেন প্রতিবাদীরা। রাস্তা অবরোধ সহ পুলিশ প্রশাসনকে ঘিরে রেখে বিক্ষোভ চলে। দাবি ওঠে বিডিও’কে আসতে হবে ঘটনাস্থলে। জনরোষের মুখে পড়ে ডেবরা থানার ওসি দুঃখপ্রকাশ করেন এবং বিডিও’র সাথে কথা বলে তদন্ত সহ গ্রেপ্তারের পদক্ষেপ নেবে বলে জানাতে বাধ্য হয়।বিক্ষোভকারীরা বলেন,‘‘আমরা ২দিন অপেক্ষা করব, তোলাবাজদের গ্রেপ্তার না করলে বিডিও দপ্তর ও ডেবরা থানা ঘেরাও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করব।’’


 

Comments :0

Login to leave a comment