QUZEE / NATUNPATA — AML KAR — 18 JANUARY 2024 ANS.

বলতে পারো / নতুনপাতা — অমল কর — সমাধান ১৮ জানুয়ারি ২০২৪

ছোটদের বিভাগ

QUZEE  NATUNPATA  AML KAR  18 JANUARY 2024 ANS

বলতে পারো  

নতুনপাতা  

অমল কর  

সমাধান ১৮ জানুয়ারি ২০২৪

জিজ্ঞাসা

১)টেস্ট ক্রিকেটে একদিনে সর্বাধিক কত উইকেট পড়ার রেকর্ড?
২)এক বিশ্বকাপে সর্বাধিক উইকেট পাবার বিশ্বরেকর্ড কার?
৩)গ্ৰিনিচ গড় সময় (GMT) হিসেবে দুপুর ১২ টায় কলকাতায় তখন সময় কত?
৪) বিশ্বের সবচেয়ে বড়ো দ্বীপ কোনটি ?
৫)সরীসৃপ কাদের বলা হয়?
৬) কোন্ কোন্ রাষ্ট্র পশ্চিমবঙ্গের সীমানাযুক্ত?

সমাধান

১)১৯০২ সালে মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচে 
একদিনে রেকর্ড সংখ্যক ২৫ উইকেটের পতন হয়।
২)২০১৯ বিশ্বকাপ ক্রিকেটে অষ্ট্রেলিয়ার মিচেল স্টার্ক সর্বাধিক ২৭ টি উইকেট পেয়ে বিশ্বরেকর্ড গড়েন।
৩)গ্ৰিনিচ গড় সময় (GMT)  অনুযায়ী দুপুর ১২ টায় কলকাতায় তখন সময় বিকেল ৫- ৩০ মিনিট ।
৪) বিশ্বের সবচেয়ে বড়ো দ্বীপ ২৬৫০ কিমি লম্বা ১১০০কিমি চওড়া ডেনমার্কের গ্ৰিনল্যান্ড যার ৮৫ শতাংশ জায়গা বরফে ঢাকা।এটি ডেনমার্কের তুলনায় ৫০ গুণ বড়ো।
৫)কুমির গিরগিটি টিকটিকি সাপ কচ্ছপ ইত্যাদিকে সরীসৃপ বলা হয়।
৬) বাংলাদেশ , নেপাল ও ভুটান_পশ্চিমবঙ্গের সীমানাযুক্ত ।

Comments :0

Login to leave a comment