সব দোষীদের ধরতে হবে। আরজি কর হাসপাতালে চিকিৎসক-ছাত্রীকে ধর্ষণ খুনের ঘটনায় মাথা কারা বের করতে হবে। রাজ্যের স্বরেই মঙ্গলবার এই দাবিতে সরব হলো দিল্লি। দিল্লিতে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানানো হলো বঙ্গভবনের সামনে।
এসএফআই নেত্রী ঐশী ঘোষ বিক্ষোভে বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেককিছুই বলেন। কিন্তু আরজি করের ঘটনা প্রথম নয়। রাজ্যের একের পর এক নারী ধর্ষণ এবং খুনে জড়িত থাকতে দেখা গিয়েছে তৃণমূলকে। দোষীদের আড়াল করার ব্যবস্থা হয়েছে সর্বদা। কেবল আরজি কর বা পশ্চিমবঙ্গের মধ্যে আজ বিক্ষোভ সীমায়িত নেই। ছড়িয়ে পড়েছে সারা দেশে।
বঙ্গভবনের সামনে মঙ্গলবারের বিক্ষোভ হয়েছে এসএফআই, ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে। বক্তব্য রেখেছেন মহিলা সমিতির সাধারণ সম্পাদক মারিয়ম ধাওয়ালেও। নারী নির্যাতনে দোষীদের আড়াল করার ন্যূনতম চেষ্টাকেও অপরাধ বলেছেন তিনি।
এদিনই দিল্লির এইমস হাসপাতালে ফের বিক্ষোভে শামিল হয়েছেন চিকিৎসক এবং ছাত্রছাত্রীরা। বিক্ষোভ হয়েছে দেশের অন্য বিভিন্ন হাসপাতালে। বস্তুত সারা দেশের প্রায় সব হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে আরজি করে ধর্ষণ হত্যার বিরুদ্ধে চলছে বিক্ষোভ।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি ঐশী বলেছেন, ‘‘আরজি করের সুপারকে বদলি করা হলো ন্যাশনাল মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। ন্যাশনালের ছাত্রছাত্রীরাও তার প্রতিবাদে সরব রয়েছে। আমরা জানতে চাই মুখ্যমন্ত্রীর কী অবস্থান। তার মানে মমতা ব্যানার্জির কোনও অবস্থান নেই। তিনি চাপের মুখে বিচারের লথা বলছেন। পশ্চিমবঙ্গে, দেশে যেভাবে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পথে নেমেছে তাতে তিনি ভয় পেয়েছেন। তাঁর ভয় এই যে তাঁর রাজনৈতিক ক্ষতি যাতে না হয়। তারর অক্ষমতা যাতে ধরা না পড়ে। রাজ্যের ছাত্রযুবরা তাঁর অক্ষমতা এবং তা কেন জেনে গিয়েছেন। ফলে বিচারের দাবিতে আন্দোলন চলবে।’’
RG KAR PROTEST DELHI
আরজি কর: বিক্ষোভ দিল্লির বঙ্গভবনেও
×
Comments :0