Bangla Bachao Yatra

বাংলা বাঁচাও,পুরুলিয়া বাঁচাও ডাক দিয়ে পদযাত্রা

জেলা বাংলা বাঁচাও যাত্রা

শিল্পহীন জেলা পুরুলিয়া। এই জেলার ছেলেরা দলবেঁধে এখন ভিন রাজ্যের অভিমুখী। এই সরকারের আমলে তাদের গায়ে সেঁটে গেছে পরিযায়ী শ্রমিকের পোস্টার। বাড়ি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে রোজগার করে বাড়িতে পাঠিয়ে সংসার চালায় অল্প বয়সী ছেলেরা। কৃষকের সেচের জল নেই। কৃষকের ফসলের দাম  নেই। ফড়েদের কাছে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। সবজি চাষ করেও লাভ নেই। উৎপাদিত সবজির যথাযথ দাম পাচ্ছে না কৃষক। স্কুল থাকলেও সেখানে শিক্ষক নেই। গ্রামাঞ্চলে একটার পর একটা স্কুল শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গেছে। বাংলা বাঁচাও ,পুরুলিয়া বাঁচাও ডাক দিয়ে সিপিআই(এম)’র ডাকে পুরুলিয়া জেলা জুড়ে শুরু হয়েছে পদযাত্রা। বুধবার থেকে শুরু হওয়া পদযাত্রা চলবে রবিবার পর্যন্ত।
সিপিআই(এম) কাশিপুর উত্তর এরিয়া কমিটি এলাকার বেকো অঞ্চলের ময়সরাডি, জড়িষা, বেকো, খারাই, রাঙ্গুনী গ্রামে পদযাত্রা সংঘটিত হয়। এদিনের জেলাব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন সিপিআই(এম) জেলা সম্পাদক  প্রদীপ রায়। ছিলেন  মৃনাল রায় সহ উত্তম বাউরি, বিশ্বরূপ চক্রবর্তী, আশালতা বিশ্বাস, লক্ষী মাঝি, সমীর বাউরি, অজিত মাঝি, ফুলকুমারি মাঝি সহ অন্যান্যরা। 


কালিদহ থেকে মহুলকোকা, ইন্দ্রবিল গৌরাঙ্গডি, তালাজুড়ি রাজড়া রাধামাধবপুর রাঙ্গাডি, মনিহারা, শিয়ালডাঙ্গা, আগ্রাবাইদ হয়ে কেতনকিয়ারি পর্যন্ত বাংলা বাঁচাও পুরুলিয়া জেলা বাঁচাও যাত্রা হয়। পাড়া ব্লকের নডিহা, উদয়পুর, দেউলী ,পাড়া, আনারা, ঝাপড়া- জবড়রা ১  অঞ্চলে পদযাত্রা সংঘটিত হয়। 
বরাবাজার ব্লকে সিন্দ্রী, লটপদা, ভালুকডি মোড় পর্যন্ত দীর্ঘ প্রায় ১২ কিলোমিটার পথ পদযাত্রায় শামিল হন কয়েকশো মানুষ। 
সিপিআই(এম) পুরুলিয়া শহর দক্ষিণ এরিয়া কমিটির উদ্যোগে তেলকল পাড়ায় মুটিয়া মজদুর ইউনিয়নের অফিস থেকে পদযাত্রা শুরু হয়ে ৭ কিলোমিটার পথ পেরিয়ে শেষ হয় পুরুলিয়া শহরের ভগৎ সিং মোড়ে। 

Comments :0

Login to leave a comment