কয়লাখনি অঞ্চলের সবথেকে বড় সাইবার প্রতারণা হল হোয়াটসঅ্যাপের যোগসূত্রে শেয়ারবাজারে বিনিয়োগের মাধ্যমে।
আসানসোলের সাইবার ক্রাইম থানায় অভিযোগের পরই বিষয়টি প্রকাশ্যে আসে।
সাইবার প্রতারকেরা এক মাস ধরে রানিগঞ্জের এক চিকিৎসককে প্রায় ২০০ কোটি টাকা অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে ১৫ কোটি ৮৩ লক্ষ ৯০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।
সাইবার ক্রাইম থানা জানিয়েছে, সাইবার অপরাধীরা রানিগঞ্জের ডক্টরস কলোনির রামবাগানের বাসিন্দা এক শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসককে ২৪ অক্টোবর ২০২৫ থেকে ২৫ নভেম্বর ২০২৫ এর মধ্যে ১৫.৮৩ কোটি টাকা ‘বিনিয়োগ’ করায়। এরপর ওই চিকিৎসক মোনার্ক ভিআইপি হোয়াটসঅ্যাপ গ্রুপের ট্রেডিং অ্যাকাউন্টে তার টাকার পরিমাণ ২০০ কোটির মতো দেখে সেই তহবিল তুলতে যান। তখন অপরাধীরা কমিশন হিসেবে আরও ১২.৫ কোটি টাকা জমা দেওয়ার দাবি করে। তখনই ওই চিকিৎসক বুঝতে পারেন যে তিনি সাইবার জালিয়াতির শিকার হয়েছেন। ওই চিকিৎসক দ্রুত জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ দায়ের করেন।
২৩ অক্টোবর রানিগঞ্জের ওই চিকিৎসককে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে বলা হয় এবং তাকে ব্যক্তিগত তথ্য শেয়ার করতে রাজি করানো হয়। তিনি একটি অ্যাপ ডাউনলোড করেন। এ বছরের ২৪ অক্টোবর ৫০,০০০ টাকা বিনিয়োগ করেন, যা তাঁর অ্যাকাউন্টের বিবরণ ও ট্রেডিং অ্যাপ্লিকেশনের পরিমাণ থেকে প্রতিফলিত হয়েছিল। দেখে এমনটা মনে হয়েছিল, যেন তার বিনিয়োগ শুরু হয়ে গেছে। মোনার্ক ভিআইপি হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন বিশ্বাস অর্জনের জন্য মোনার্ক নেটওয়ার্ক ক্যাপিটালের এসইবিআই নিবন্ধনের মতো বিভিন্ন জাল নথিও দেয়।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ইতিহাসে এখনও পর্যন্ত এটাই সবচেয়ে বড় সাইবার জালিয়াতির ঘটনা বলে জানা গেছে। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে।
Cyber Crime Raniganj
সাইবার ক্রাইম: ২০০ কোটির টোপে হাপিস চিকিৎসকের ১৫ কোটি
×
Comments :0