হেমন্ত সোরেনের জামিনের বিরোধিতা করে দায়ের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। কেন্দ্রের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই আবেদন দায়ের করেছিল।
অর্থ পাচারের অভিযোগে নির্বাচনের আগে সোরেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল ইডি। গ্রেপ্তারও করা হয় সোরেনকে। গ্রেপ্তারের ঠিক আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সোরেন। জেলে বন্দিও থাকতে হয়েছে তাঁকে। গত ২৮ জুন ঝাড়খন্ড হাইকোর্ট সোরেনের জামিন দেয়।
সোমবার ইডি’র পালটা আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট বলেছে, ঝাড়খন্ড হাইকোর্টের রায় ‘অত্যন্ত যুক্তিসঙ্গত’।
ঝাড়খন্ড হাইকোর্ট সোরেনকে জামিন দিয়ে বলেছিল যে জমি বিক্রি এবং অর্থ পাচারের অভিযোগ ইডি দায়ের করেছে। কিন্তু অর্থ পাচারে সোরেনের সরাসরি যুক্ত থাকার কোনও প্রমাণ হাজির করতে পারেনি।
সোরেন এবং ‘ইন্ডিয়া’ মঞ্চ ইডি’র তৎপরতাকে রাজনৈতিক উদ্দেশ্যে চালানো বলে সরব হয়েছিল। বিরোধী নেতাদের ভোটের আগে জেলে পাঠানোর জন্য বিজেপি’র কৌশল বলেছিল বিরোধীদের এই এই মঞ্চ।
SC HEMANTA SOREN
সোরেনের জামিন বহাল সুপ্রিম কোর্টে, খারিজ ইডি’র আবেদন
×
Comments :0