প্যালেস্তাইনের গাজা, রাফা সহ ইত্যাদি শহরে ধ্বংসলীলা চালাচ্ছে ইসরাইল। একটি গোটা জনপদ ধ্বংসের মুখে। গোটা শহর জুড়ে শুধুই ধ্বংস্তূপ ও মৃতদেহ। এরই বিরুদ্ধেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক এসএফআই'র। মঙ্গলবার সকাল থেকেই তাঁরা ধর্মঘটে সামিল হবে। ছাত্রছাত্রীদের কাছেও ধর্মঘট পালনের আহ্বান জানাবে এসএফআই।
যাদবপুরের এসএফআই নেতা শুভদীপ ব্যানার্জি বলেন, "সাম্রাজ্যবাদী ইজরায়েল প্যালেস্তাইনের গাজা, রাফায় যে ধ্বংসলীলা চালাচ্ছে তার প্রতিবাদে প্যালেস্তাইনের একটি মুক্তিকামী সংগঠন গোটা বিশ্বজুড়ে প্রতিবাদের আহ্বান জানিয়েছিল। তার সংহতিতেই আমরা মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালন করব।"
সোমবার প্যালেস্তাইন ইজরায়েলের হানার প্রতিবাদে কলকাতায় শান্তিপূর্ণ জমায়েত থেকে গ্রেপ্তার করে পুলিশ। নাট্য ব্যক্তিত্ব জয়রাজ ভট্টাচার্য সহ আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে শেক্সপিয়ার থানার পুলিশ।
GAZA PROTEST JADAVPUR
গাজায় হামলার প্রতিবাদের সংহতিতে যাদবপুরে ধর্মঘটের ডাক এসএফআই'র

×
Comments :0