জেলা শাসককে ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে এসএফআই কর্মী সমর্থকদের মধ্যে পুলিশের ধুন্ধুমার কাণ্ড ঘটে হাওড়ায়। মঙ্গলবার এসএফআই হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে ১৫ দফা দাবিতে জেলা শাসকের সঙ্গে দেখা করে ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে এসএফআই কর্মীদের ধস্তাধস্তি, হাতাহাতির ঘটনা ঘটে। ব্যারিকেড করে মিছিল আটকে দিলে রাস্তাতে বসে পড়ে অবস্থান শুরু করে ছাত্র ছাত্রীরা। জেলা শাসকের অনুপস্থিতিতে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে ডেপুটেশন গ্রহণ করেন। অবস্থান শেষে অপদার্থ রাজ্যের শিক্ষা মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়।
হাওড়া জেলার গ্রামীণে সরকারি ছাত্রী কলেজ স্থাপন, জেলায় ২৮৭ টি সরকারি স্কুল বন্ধের পরিকল্পনা বাতিল, অবিলম্বে শূন্য পদে স্বচ্ছভাবে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসায় শিক্ষক, শিক্ষা কর্মী নিয়োগ, অবিলম্বে রাজ্যের শিক্ষা মন্ত্রীর গ্রেপ্তার, অবিলম্বে সমস্ত স্কুলে পরিচালন সমিতি ও কলেজ ছাত্র সংসদ নির্বাচন, স্কুল কলেজে ছাত্র ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত ও এসএসসি (২০১৬) প্রাথমিক (২০১৪) শিক্ষা বর্ষের যোগ্য, অযোগ্য শিক্ষকদের বাছাই করে যোগ্যদের চাকরীর ব্যবস্থা সহ ১৫ দফা দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি হিসাবে মঙ্গলবার হাওড়া কদমতলা থেকে শতাধিক ছাত্র ছাত্রীদের মিছিল বিভিন্ন পথ অতিক্রম করে হাওড়া ময়দানে জেলা শাসকের অফিসের সামনে পৌঁছালে পুলিশ বিশাল ব্যারিকেড তৈরি করে মিছিলের পথ আটকায়। ব্যারিকেড ভেঙে জেলা শাসকের অফিসের দিকে যেতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের বাধায় মহত্মা গান্ধী রোডে রাস্তায় বসে পড়ে অবস্থান শুরু করেন এসএফআই কর্মী সমর্থলরা। জেলা শাসককেই ডেপুটেশন নিতে হবে এসএফআই নেতৃবৃন্দের দাবিতে মান্যতা না দিয়ে এস ডি ও সদরের কাছে ডেপুটেশন দেওয়াল কথা বলেন পুলিশ প্রশাসন। ছাত্র ছাত্রীদের দাবি রাস্তায় নেমে এসে অবস্থান স্থলে এসে ডেপুটেশন গ্রহণ করতে হবে। দীর্ঘক্ষণ নেতৃবৃন্দের সঙ্গে পুলিশের কথাকাটি পর একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের অফিসার অবস্থান স্থলে এলে কয়েকজন সাধারণ ছাত্র ছাত্রী ডেপুটি ম্যাজিস্ট্রেটকে ডেপুটেশন দেন। অবস্থান চলাকালীন সময়ে বক্তব্য রাখেন ছাত্র নেতা সৌভিক দাস বক্সী, দ্বিধীতি রায়, সৌরভ মন্ডল, মহম্মদ তমজিদূর সহ বিভিন্ন নেতৃবৃন্দ। অবস্থান শেষে রাজ্যের শিক্ষা মন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। কুশপুতুল দাহ করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ছাত্র ছাত্রীদের। ছাত্র ছাত্রীদের বাধায় পুলিশের চোখের সামনে রাজ্যের শিক্ষা মন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়।
SFI
হাওড়ায় শিক্ষার দাবিতে ডেপুটেশন এসএফআই’য়ের

×
Comments :0