santiniketan

এবার সরকারি অনুদান প্রত্যাখ্যান শান্তিনিকেতনের ক্লাবের

রাজ্য জেলা

বোলপুর পৌরসভার উৎসর্গ মঞ্চে আনুষ্ঠানিক ভাবে দুর্গাপুজোর অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান ছিল ২২ সেপ্টেম্বর রবিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, পৌরসভার পৌরপ্রধান ও  জেলার পুলিস আধিকারিকরা। নানুর, বোলপুর, শান্তিনিকেতন, পাঁড়ুই ও ইলামবাজার- এই ৫ টি থানার বিভিন্ন পুজো কমিটির হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া কর্মসূচী ছিল এদিন। সেই অনুষ্ঠানে অনুপস্থিত থেকে অনুদান প্রত্যাখান করেছে শান্তিনিকেতনের দক্ষিণ গুরুপল্লী উন্নয়ন ও সাংস্কৃতিক সমিতি। দক্ষিণ গুরুপল্লী উন্নয়ন ও সাংস্কৃতিক সমিতির পুজো কমিটির সভাপতি প্রণব চট্টোপাধ্যায় ও পুজো কমিটির সদস্য চন্দনা মুখোপাধ্যায় বলেন, "এখনও তিলোত্তমার বিচার পায়নি৷ আমাদের মেয়ে বিচার পায়নি৷ তাই আমরা কমিটির তরফ থেকে সিদ্ধান্ত নিয়ে আগেই জানিয়ে দিয়েছিলাম সরকারি অনুদান আমরা নেব না৷ এটাই আমাদের যৌথ প্রতিবাদ।"
এই ঘটনায় মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেছেন, "৫টি থানা এলাকায় পুজো কমিটি গুলিকে আমরা চেক বিলি করেছি। যাঁরা চেক নেয়নি তারা থানা থেকে সংগ্রহ করবেন। যারা পুজোর আনন্দে মাতেন তারা সকলেই অনুদান নিতে এসেছিলেন। দক্ষিণ গুরুপল্লী একটি মাত্র ক্লাব অনুদান রিফিউজ করেছে৷ সেটা অন্য একটি ক্লাব চেয়েছিল, তাদের দেওয়ার জন্য সুপারিশ করেছি।’’

Comments :0

Login to leave a comment