Saudi Ending Abdication

অভিবাসী শ্রমিক-বিরোধী ‘কাফালা’ব্যবস্থা বাতিলের ঘোষণা সৌদির

আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলি সহ সৌদি আরবে ৫০ বছরের বেশি সময় ধরে চলা ‘কাফালা’ ব্যবস্থা অবশেষে আনুষ্ঠানিক ভাবে বন্ধ হতে চলেছে। এর ফলে উপকৃত হতে পারেন ১ কোটি ৩০ লক্ষ অভিবাসী শ্রমিক। যার মধ্যে রয়েছেন বহু ভারতীয়।
‘কাফালা’ ব্যবস্থায় কার্যত শ্রম অধিকার একেবারেই নেই সৌদিতে কর্মরত অন্য দেশের শ্রমিকদের। আরবি শব্দকোষ অনুযায়ী, কাফালা শব্দের অর্থ হলো অধীনস্থ করে রাখা। উপসাগরীয় দেশগুলিতে এই নিয়ম চালু আছে। ১৯৫০ সালে এই নিয়ম সৌদি আরবে চালু হয়। 
এই নিয়ম অনুযায়ী, শ্রমিককে চাকরিদাতার অধীনস্ত হয়ে থাকতে হবে। শ্রমিকরা কোনোভাবেই তাঁর চাকরি পরিবর্তন করতে বা ছাড়তে, দেশ ছাড়তে এবং তাঁর উপর অন্যায় হলে কোনো উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারেন না। এই বিষয়ে বহু অভিযোগ উঠলেও সমস্যার বিশেষ সুরাহা হয়নি। বিভিন্ন মানবাধিকার সংগঠন বারবার এই কাঠামোর নিন্দা করেছে।
সৌদি আরবে কর্মরত অভিবাসী শ্রমিক, গৃহপরিচারক, নির্মাণ কর্মী হিসাবে কাজ করেন, তাঁরা এই বিধি নিষেধের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন। 
সৌদি আরবের সংবাদ মাধ্যমে জানানো হয়েছে,এই কাঠামো বন্ধ হলে নতুন কাঠামোয় শ্রমজীবীরা তাঁদের অধিকার যাতে প্রযোগ করতে পারেন সেই ব্যবস্থা থাকবে।
আরবের জনসংখ্যার ৪২ শতাংশ হলো এই ১ কোটি ৩০ লক্ষ অভিবাসী শ্রমিক। যাদের মধ্যে সবথেকে বেশি সংখ্যাই  বাংলাদেশী ও ভারতীয়দের।

Comments :0

Login to leave a comment