Surya Mishra

গণতন্ত্র -সংবিধান রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান সূর্য মিশ্রের

জেলা

এই সময়ে বিপন্ন দেশের গণতন্ত্র, দেশের সংবিধান, মানবাধিকার। মানুষের জীবন ও জীবিকা ভয়ঙ্কর ভাবে সরকারের বিভিন্ন নীতির দ্বারা আক্রান্ত। এই কঠিন সময়ে রক্ষা করতে হবে দেশের গণতন্ত্রকে, দেশের সংবিধানকে। আর সেই কাজে সকলকে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রবীণ সিপিআই(এম) নেতা সূর্যকান্ত মিশ্র। শনিবার মানবাজারের রাধাগোবিন্দ কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় সিপিআই (এম) পুরুলিয়া জেলা কমিটির প্রাক্তন সম্পাদক ও জেলা বামফ্রন্টের প্রাক্তন আহ্বায়ক কমরেড নকুল মাহাতোর অষ্টম প্রয়াণ দিবস। সেখানে কমরেড নকুল মাহাতো স্মারক বক্তৃতা দিতে গিয়ে দেশ রক্ষার আহ্বান জানান সূর্যকান্ত মিশ্র। এদিন সকালে একটি রক্তদান শিবিরের উদ্বোধন করেন তিনি। সেখানে ৩২ জন রক্তদাতা রক্ত দান করেন। 
সংবিধান ও গণতন্ত্র: এই দেশ,এই রাজ্য, এই সময়- শীর্ষক স্মারক বক্তৃতায় বক্তব্য রাখতে গিয়ে সূর্যকান্ত মিশ্র বলেন, এই দেশের সরকার গণতন্ত্র মানে না, সংবিধান মানে না। এক কথায় স্বৈরাচারী শাসকেরা ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে দিচ্ছে। দৈনন্দিন জীবনের সমস্যাগুলো থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রের শাসক দল একদিকে যখন রাম মন্দির প্রতিষ্ঠার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল তখন রাজ্য সরকার আবার জগন্নাথ মন্দির তৈরি করতে সর্বশক্তি নিয়োগ করেছিল। দুটো সরকারের উদ্দেশ্য হচ্ছে ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া। সর্বত্রই বিভাজনের রাজনীতি। কিন্তু মানুষের দৈনন্দিন যে সমস্যা রুজি রোজগারের সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, শিক্ষার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা সেগুলিতে কোন গুরুত্বই দেওয়া হচ্ছে না। দেশের সংবিধানকে রক্ষা করতে হলে সর্বস্তরের মানুষকে আরও বেশি করে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার আহ্বান জানান তিনি। উপস্থিত ছিলেন মহ: ইব্রাহিম, রবীন্দ্রনাথ হেমব্রম, রথু সিং, বিমলেন্দু কোনার, ত্রিদিব চৌধুরী, সাম্যপ্যারী মাহাতো, সাম্য শান্তি মাহাতো, প্রদীপ চৌধুরী, সুভাষ মাহাতো প্রমুখ। সভাপতিত্ব করেন সিপিআই (এম) জেলা সম্পাদক প্রদীপ রায়।

Comments :0

Login to leave a comment