KARNATAKA JOB RESERVATION

নতুন পোস্ট মুখ্যমন্ত্রীর, সংরক্ষণ নীতি ঘিরে সংশয় কাটবে, দাবি কর্ণাটকের

জাতীয়

বুধবার এই ছবি পোস্ট করেছেন সিদ্দারামাইয়া। মুখ্যমন্ত্রীর দাবি, সংরক্ষণের সিদ্ধান্তের জন্য বিভিন্ন অংশ সমর্থন জানিয়েছে তাঁকে।

বেসরকারি ক্ষেত্রে সংরক্ষণ নীতি ঘিরে সংশয় কাটাতে তৎপর হলো কর্ণাটকের কংগ্রেস সরকার। বুধবার বিকেলে সোশাল মিডিয়ায় নতুন পোস্টও করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া।
বুধবারের পোস্টে সিদ্দারামাইয়া বললেন, ‘‘বেসরকারি ক্ষেত্রে কর্ণাটকের বাসিন্দাদের জন্য কাজের সংরক্ষণের বিল আনার সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্য মন্ত্রীসভার সোমবারের বৈঠকে।’’ তাঁর ব্যাখ্যা, ‘‘রাজ্যে শিল্প বিকাশের পাশাপাশি রাজ্যের আদি বাসিন্দা কন্নাদিগারা যাতে বঞ্চিত না হন তার ওপর সবচেয়ে বেশি নজর দিতে আগ্রহী সরকার।’’ 
মঙ্গলবার মুখ্যমন্ত্রীর পোস্টে বলা হয়েছিল যে রাজ্যের বেসরকারি শিল্পে ‘গ্রুপ সি’ এবং ‘গ্রুপ ডি’ স্তরের সব পদে বা ১০০ শতাংশ সংরক্ষণ থাকতে হবে কর্ণাটকের আদি বাসিন্দাদের জন্য। সেই পোস্ট ডিলিট করা হয়েছে। 
মন্ত্রীসভায় যে বিলটি অনুমোদিত হয়েছে তা পেশ করতে হবে রাজ্য বিধানসভায়। এরপর রাজ্যপালের অনুমোদনের পর্বও রয়েছে। তারপরে বিল আইনে রুপান্তরিত হবে। কিন্তু রাজ্য মন্ত্রীসভার সিদ্ধান্ত বেরনোর পরই রাজধানী বেঙ্গালুরু থেকে উৎপাদন চালায় এমন একাধিক বেসরকারি সংস্থা প্রশ্ন তুলতে শুরু করে। বলা হয়, দক্ষতা থাকলেও বাইরের রাজ্যের কর্মী না নিতে পারলে উৎপাদনে সমস্যা হবে।
বুধবার কর্ণাটকের শ্রমমন্ত্রী সন্তোষ এস লাদ বলেন, ‘‘আমরা জানি নতুন বিল সংক্রান্ত ঘোষণা ঘিরে কিছু সংশয় তৈরি হয়েছে। সংশয় কাটাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’
তাঁর ব্যাখ্যা, নতুন আইনের প্রস্তাব এনে যে বিল মন্ত্রীসভায় অনুমোদন করা হয়েছে সেখানে বেসরকারি সংস্থায় ম্যানেজমেন্ট বিভাগে স্থানীয়দের জন্য ৫০ শতাংশ এবং নন-ম্যানেজমেন্ট সম্পর্কিত বিভাগগুলিতে স্থানীয়দের জন্য ৭০ শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে।’’
লাদ বলেছেন, ‘‘চেষ্টা করেও রাজ্য যদি প্রয়োজনীয় সংরক্ষণ মেনে দক্ষ কর্মী খুঁজে না পান তবে বাইরের রাজ্য থেকে কর্মী নেওয়ার রাস্তা খোলা থাকবে। তবে কর্ণাটকে দক্ষ কর্মীর অভাব নেই।’’ 
রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী এইচপি পাতিলও বলেছেন, ‘‘শিল্পমহল বা অন্য ক্ষেত্রে এই বিলের প্রস্তাব ঘিরে সংশয় থাকলে আলোচনা চলবে। রাজ্যের শিল্প ও পরিষেবা ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া যাতে না পড়ে, তার জন্য সতর্ক রয়েছে সরকার।’’

Comments :0

Login to leave a comment