‘বাংলা বাঁচাও যাত্রা’কে সামনের রেখে শিলিগুড়িতে জনসভার সমর্থনে শিলিগুড়ি সহ সমগ্র দার্জিলিঙ জেলা জুড়ে শেষ মুহুর্ত্বের প্রচার তুঙ্গে উঠেছে। রাজ্যের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার বিনোদনের নামে রাজ্যের মানুষের জীবনযন্ত্রণার মূল সমস্যাগুলিকে আড়াল করার চেষ্টা করছে। রাজ্য সরকারের শ্রমিক কৃষক বিরোধী নীতি ও কেন্দ্রের বিজেপি সরকারের সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে আগামী ৩০ নভেম্বর ‘বাংলা বাঁচাও যাত্রা’ দার্জিলিঙ জেলায় প্রবেশ করবে। এই যাত্রাকে স্বাগত জানাতে প্রস্তুত শিলিগুড়ি সহ সমগ্র জেলাবাসী। ইতোমধ্যেই টিকিয়াপাড়া ময়দানে সমাবেশস্থলে মঞ্চ বাধার কাজ শুরু হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় সমাবেশস্থল পরিদর্শন করেছেন সিপিআই(এম) দার্জিলিঙ জেলা সম্পাদক সহ জেলা পার্টির প্রতিনিধি দল।
পার্টির জেলা সম্পাদক সমন পাঠক শুক্রবার বলেছেন, আর বঞ্চনা নয়, ন্যায্য দাবির আন্দোলনে গোটা রাজ্যের বৃহত্তর লড়াইয়ের সাথে দার্জিলিঙ জেলার বিভিন্ন দাবিদাওয়া যুক্ত হয়েছে। লড়াইয়ের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চূড়ান্ত পর্বের প্রচার প্রস্তুতি চলছে। কর্পোরেশন, পঞ্চায়েতের দুর্নীতি, পাহাড়ের ধস বিপর্যয়ে সরকারের উদাসীন ভূমিকা, সরকারের কর্পোরেটমুখী নীতির কারণে জেলার শ্রমজীবি মানুষ যেভাবে আক্রান্ত ও বিপদের সম্মুখীন সেই সমস্ত নানা ইস্যুকে সামনে রেখে আমরা দার্জিলিঙ জেলাবাসী বাংলা বাঁচাও যাত্রার বড় লড়াইতে যুক্ত হয়েছি। এদিন সিপিআই(এম) শিলিগুড়ি ২নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে টিকিয়াপাড়া ময়দানের জনসভাকে সামনে রেখে প্রচার মিছিল হয়েছে। আশ্রমপাড়া আমতলা মোড় থেকে মিছিল শুরু হয়েছে, নজরুল সরনী, রাজা রামমোহন রায় রোড, হাকিমপাড়া, পাকুড়তলা মোড়ে মিছিল শেষ হয়। ছিলেন এরিয়া সম্পাদক সৌরভ সরকার, তানিয়া দে, মুনমুন ভৌমিক, বিশ্বজিৎ নাগ সহ অন্যান্যরা।
কেন্দ্র ও রাজ্য সরকারের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে ব্যাপকতর ঐক্য ও সংগ্রাম গড়ে তোলার লক্ষ্যে সব অংশের শ্রমজীবি মানুষ শিলিগুড়িতে জনসভায় অংশগ্রহণের জন্য প্রস্তুত হচ্ছেন। শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি, বাগডোগরা সহ মহকুমার গ্রামাঞ্চলে বাংলা বাঁচাও যাত্রাকে সফল করার লক্ষ্যে একাধিক ছোট যাত্রা শুরু হয়েছে। আওয়াজ উঠেছে ন্যূনতম মজুরি দাও, আদিবাসীদের জমির অধিকার রক্ষা কর, চা শিল্প বাঁচাও, বাংলা বাঁচাও। আইন মোতাবেক চা শ্রমিকদের ন্যুনতম মজুরি প্রদান, বন্ধ চা বাগান খোলা, জমির পাট্টা, বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, কৃষকের উৎপাদিত ফসলের লাভজনক দাম, কৃষি সরঞ্জামের দাম কমানো, কৃষি ঋণ ইত্যাদি দাবিতে টিকিয়াপাড়া ময়দানের সভাকে সফল করতে ঐক্যবদ্ধভাবে যোগ দেবেন শিলিগুড়ি মহকুমার গ্রামাঞ্চলের কৃষক শ্রমিক বন্ধুরাও। গ্রামের প্রচার কর্মসূচিগুলোতে সেই চিত্রই ধরা পড়ছে। সভা, মাইক মিটিং, মিছিল, বাড়ি বাড়ি বিভিন্ন ভাষায় লিফলেট পৌঁছে দেওয়া আর ঝান্ডা লাগানোর কাজের ফাঁকেই বাংলা বাঁচাও যাত্রার লক্ষ্য ও উদ্দেশ্যে সহজসরল ভাষায় তুলে ধরছেন সিপিআই(এম) নেতৃত্ব। শুধু তাই নয়, গরীব মানুষের মধ্যে ঐক্য ভাঙার যে ষড়যন্ত্র চলছে তা ব্যর্থ করার কথাও বলা হচ্ছে। তাই এবারে বাস্তবের মাটিতে দাঁড়িয়েই বাংলা বাঁচাও যাত্রাকে সফল করতে ৩০র জনসভায় যোগদানের প্রস্তুতি শুরু হয়েছে জেলা জুড়েই।
Bangla Bachao Yatra
‘বাংলা বাঁচাও যাত্রা’কে স্বাগত জানাতে প্রস্তুত শিলিগুড়ি
×
Comments :0