Sriprakash Jaiswal

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল প্রয়াত

জাতীয়

উত্তর প্রদেশের কানপুরের প্রাক্তন সংসদ শ্রী প্রকাশ জয়সওয়াল প্রয়াত। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। শুক্রবার তাঁর শারিরীক অবস্থার অবনতি হলে তাঁকে কানপুরের কার্ডিওলজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৮১। তিনি মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন সরকারে কয়লামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিন বছর কয়লা মন্ত্রকের দায়িত্বও পালন করেছিলেন। তিনি টানা তিনবার কানপুরের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কানপুর শহরের কংগ্রেস সভাপতি পবন গুপ্ত এবং গ্রামীণ সভাপতি সন্দীপ শুক্লা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তাঁরা জানিয়েছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর স্বাস্থ্যের হঠাৎ অবনতি ঘটে। এরপর তাকে কিদওয়াই নগরের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে কার্ডিওলজিতে রেফার করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
১৯৪৪ সালের ২৫ সেপ্টেম্বর কানপুরে শ্রীপ্রকাশ জয়সওয়ালের জন্ম। তিনি কানপুরের বিএনএসডি ইন্টার কলেজে তাঁর স্কুল জীবন শেষ করেন। ১৯৬৭ সালের ২৮ এপ্রিল মায়া রানী জয়সওয়ালের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৮৯ সালে কানপুর শহরের মেয়র হিসেবে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। এরপর তিনি জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৯৯ সালে কানপুর থেকে প্রথম লোকসভায় নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ২০০৪ এবং ২০০৯ সালে টানা নির্বাচনে জয়লাভ করেন। তিনি টানা ১৫ বছর ধরে সংসদে কানপুরের সাংসদ ছিলেন।
ইউপিএ’র প্রথম মেয়াদে, তাঁকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিযুক্ত করা হয়। ২৩ মে, ২০০৪ থেকে ২২ মে, ২০০৯ পর্যন্ত এই পদে ছিলেন তিনি। মনমোহন সিং সরকারে তিনি অভ্যন্তরীণ নিরাপত্তা, আইন-শৃঙ্খলা এবং স্বরাষ্ট্র মন্ত্রক সম্পর্কিত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ইউপিএ-২-এ, তিনি ১৯ জানুয়ারী, ২০১১ থেকে ২৬ মে, ২০১৪ পর্যন্ত কয়লামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে তিনি কয়লা মন্ত্রক এবং পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন বিভাগের সাথে যুক্ত ছিলেন। ২০১৪ সালের নির্বাচনে তিনি পরাজিত হন। শ্রীপ্রকাশ জয়সওয়াল উত্তর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তাঁর মৃত্যুর খবর রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Comments :0

Login to leave a comment