আপাতত স্বস্তি পেলেন না জেলবন্দি পরিবেশবিদ ও সমাজ কর্মী সোনম ওয়াংচুক। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত তাঁকে জেলেই থাকতে হবে। কেন্দ্রীয় সরকার, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের প্রশাসন এবং যোধপুর কেন্দ্রীয় কারাগারের পুলিশ সুপারিনটেনডেন্টকে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি ১৪ অক্টোবর।
সোনম ওয়াংচুককে জাতীয় নিরাপত্তা আইনে (এনএসএ) আটকে রাখাকে চ্যালেঞ্জ করে গত শুক্রবার সুপ্রিম কোর্টে হেবিয়াস কর্পাস রিট দায়ের করেন সোনমের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো। এনএসএ (ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট)-এর আওতায় ২৬ সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে রাজস্থানের যোধপুর জেলে বন্দি রয়েছেন ওয়াংচুক। সমাজকর্মীর স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার কেন্দ্রীয় সরকার, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের প্রশাসন এবং যোধপুর কেন্দ্রীয় কারাগারের পুলিশ সুপারিনটেনডেন্টকে নোটিস জারি করেছে।
সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার এবং এনভি আঞ্জারিয়ার বেঞ্চ সরকারের কাছ থেকে জানতে চায়, কেন সোনমের স্ত্রীকে আগাম নোটিস দেওয়া হয়নি এবং কেন তাঁকে স্বামীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। গীতাঞ্জলি জে আংমোর আইনজীবী কপিল সিবাল সোনম ওয়াংচুককে এই পদ্ধতিতে গ্রেপ্তারির বিরোধিতা করে বলেন, ‘‘আটকের কারণ পরিবারকে জানানো হয়নি। আটকের কপি না পেলে আটক করার আদেশকে চ্যালেঞ্জ করা সম্ভব নয়। কারণগুলি জানলে আটক আদেশের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যায়।’’
কেন্দ্রের পক্ষে সলিসিটার জেনারেল তুষার মেহতা দাবি করেন, আটক করার কারণ ইতিমধ্যেই ওয়াংচুক ও তাঁর পরিবারকে জানানো হয়েছে এবং তাঁর ভাইয়ের সঙ্গে দেখা করার সুযোগও দেওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছে যাতে ওয়াংচুকের প্রয়োজনীয় ওষুধ, পোশাক ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হয়। জানা গিয়েছে, সোনম ওয়াংচুকে গ্রেপ্তারের সময় তাঁর ব্যক্তিগত সামগ্রী সঙ্গে নিতে দেওয়া হয়নি এবং তিনি তখনও খাননি। আগামী ১৪ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে।
সোনমের স্ত্রী গীতাঞ্জলি জে আংমোর পিটিশনে অভিযোগ করা হয়েছে, এনএসএ প্রয়োগ করে ওয়াংচুককে আটক করা ‘অবৈধ, স্বেচ্ছাচারী এবং অসাংবিধানিক’, যা সংবিধানের ১৪, ১৯, ২১ ও ২২ অনুচ্ছেদে প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী। ওই আবেদনে আরও বলা হয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই পরিবেশবিদ ও উদ্ভাবক সর্বদা অহিংস, গান্ধীয় পদ্ধতিতে লড়াই করেছেন। পূর্ণরাজ্যের স্বীকৃতি এবং ষষ্ঠ তফসিলের আওতায় জমি ও চাকরির সাংবিধানিক সুরক্ষার দাবিতে আন্দোলন চলাকালীন লেহ-তে গত ২৪ সেপ্টেম্বর হিংসা ছড়ানোর অভিযোগে তাঁকে আটক করা হয়েছে।
Supreme Court
কেন্দ্র-লাদাখ প্রশাসনকে নোটিস সুপ্রিম কোর্টের, ১৪ অক্টোবর পর্যন্ত জেলেই ওয়াংচুক

×
Comments :0