TMC leader Anubrata Mondal

অনুব্রত ফের ১৪ দিনের জেল হেপাজত

রাজ্য

TMC leader Anubrata Mondal

শেষমেষ আসানসোলে সিবিআই’র বিশেষ আদালতের বিচারক ফের একবার অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে আরও ১৪ দিন জেল হেপাজতের নির্দেশ দেন। শুক্রবার সকাল ১১ টা নাগাদ আসানসোলের সিবিআই আদালতে তোলা হয় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। এদিন বিচারক সিবিআই’য়ের কাছে গরু পাচার মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চান। সিবিআই’র আধিকারীকরা তদন্তে অগ্রগতির কথা জানিয়ে আদালতে একটি সিডি পেশ করেন। সিডি দেখে বিস্ময় প্রকাশ করে বিচারক বলেন, এই ধরণের তথ্য তিনি তাঁর চাকরি জীবনে দেখেননি। যদিও সিডির তথ্য গোপন রাখা হয়েছে তদন্তের স্বার্থে। 


এদিন দু’পক্ষের তীব্র বাদানুবাদ, সওয়াল শেষে বিচারক ফের অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দেন। ফের তাঁকে ১৪ দিনের ফের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে। ফলে ২২ ডিসেম্বর ফের তাঁকে আদালতে পেশ করার কথা। এদিন অনুব্রত মণ্ডলের তরফে আইনজীবীরা জামিনের আরজি জানাননি। তবে ভোলেব্যোম রাইস মিলের অ্যাকাউন্ট খুলে দেওয়া এবং অনুব্রত মন্ডলের বাজেয়াপ্ত দুটি ফোন ফিরিয়ে দেওয়ার আরজি জানান। সিবিআই’য়ের আইনজীবীরা বলেন এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে তদন্ত। সেই কারণে ভোলেব্যোম রাইস মিলের অ্যাকাউন্ট ডি -ফ্রিজ করা সম্ভব নয়। এবং প্রযুক্তিগত পরীক্ষা এখনো শেষ হয়নি। তাই অনুব্রত মন্ডলের দুটি মোবাইল ফোন দুটি এখন ফেরত দেওয়া সম্ভব নয়। 
 

Comments :0

Login to leave a comment