বরাহনগর পুরসভার ২১ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা পুরসভার ভাইস চেয়ারম্যান দিলীপ নারায়ন বসুর বিরুদ্ধে এবার উঠলো ছাত্র পেটানোর অভিযোগ। বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি (BIT) কলেজের তৃতীয় বর্ষের মেকানিক্যাল বিভাগের ছাত্র অরিজিৎ পালের অভিযোগ কলেজের একটি পুরোনো বিবাদের জেরে গত রবিবার ভাইস চেয়ারম্যান দিলীপ নারায়ন বসু ওরফে সোনু রাত দশটায় তাকে লো ল্যান্ড পার্টি অফিসে ডেকে পাঠান। সেখানে ডেকেই তাকে হুমকি দেওয়া হয় ও মারধর করা হয় এবং এক ছাত্রী কেও হেনস্তা করা হয় বলে অরিজিৎ এর অভিযোগ। উক্ত ঘটনার প্রতিবাদে পরের দিন সোমবার সিথির মোড় এর উপর বিটি রোডের একাংশ অবরোধ করে কলেজের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ দেখান এবং প্রিন্সিপালকেও ঘেরাও করে।কার্যত তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সন্ধ্যায় পুলিশ বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের সরিয়ে দেয়।
গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে কলেজের দ্বিতীয় বর্ষের ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন বিভাগের ছাত্র পিযুষ হালদার কে বেধড়ক মারধর সহ র্যাগিং করা হয় এবং সে কলেজ ছাড়তে বাধ্য হয়! ঘটনায় নাম জড়ায় বিড়লা টিএমসিপি ইউনিট এর তন্ময় সাঁতরা,অর্পণ পাড়িয়া ,সৌম্য প্রামাণিক , সুপ্রতিম দে,রামকুমার ভট্টাচার্য সহ বহিরাগত দুই ছাত্রের।এরপর ছাত্রছাত্রীরা কলেজের প্রিন্সিপালকে অভিযোগ জানায়, কলেজ কর্তৃপক্ষ কোন কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় ছাত্র-ছাত্রীরা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনকে অভিযোগ জানায়। শেষমেষ স্টেট কাউন্সিলের নির্দেশে বিআইটি টিএমসিপি ইউনিটের পাঁচ ছাত্রকে কলেজ থেকে সাসপেন্ড করা হয়। এই মারধরের ঘটনার পর বিআইটির সাধারণ ছাত্র ছাত্রীরা আন্দোলনে নামে এবং সেই আন্দোলনের একজন ছিলেন বাঁকুড়া নিবাসী অরিজিৎ পাল। কলেজে পড়ার সূত্রে বরানগর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের স্বাধীনপল্লী এলাকার একটি মেসে থাকে।ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা বরানগর পৌরসভার ভাইস চেয়ারম্যান দিলীপ নারায়ণ বসু।
অরিজিতের কথা অনুযায়ী রোববার রাত দশটা নাগাদ অভিজিৎ কে ফোন করেন দিলীপবাবু ওরফে সোনু। এরপর হুমকি দিয়ে তাকে লোল্যান্ড পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হয়। আতঙ্কিত হয়েই অরিজিৎ তার মেস এবং কলেজের কয়েকজন বন্ধুকে নিয়ে এসে পার্টি অফিসে গিয়েছিল সেখানে দিলীপ বাবুর নেতৃত্বে তাদের মারধর করা হয় এবং হুমকি দেওয়া হয় যে সাসপেন্ড হওয়া তৃণমূল ছাত্র পরিষদের পড়ুয়াদের সাত দিনের মধ্যে কলেজে ফেরাতে হবে অন্যথায় তাকে কলেজ থেকে বের করে দেওয়া হবে, কেরিয়ার শেষ করে দেওয়া হবে।ঘটনার পর সিঁথি থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ বলে বরানগর থানায় অভিযোগ জানাতে।শেষমেষ বরানগর থানায় অভিযোগ জানায় ছাত্রছাত্রীরা।
ঘটনায় তীব্র আতঙ্কের পরিবেশ ছড়িয়েছে গোটা কলেজ ক্যাম্পাসে। আরজিকরের ঘটনা সামনে আসার পর দিকে দিকে তৃণমূলী থ্রেট কালচারের মুখোশ খুলছে।
The students of Birla Institute of Technology are victims of Trinamool's threat culture
তৃণমূলের থ্রেট কালচারের শিকার এবার বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্রছাত্রীরা
×
Comments :0