Asansol Stampede

আসানসোলে মর্মান্তিক ঘটনা, কম্বল নিতে গিয়ে ভিড়ের চাপে মৃত ৩

রাজ্য

Asansol Stampede

আসানসোলে মর্মান্তিক ঘটনা, কম্বল নিতে গিয়ে ভিড়ের চাপে মৃত ৩

কম্বল নিতে গিয়ে পদপিষ্ট হলেন একাধিক। অন্তত তিনজন নিহত বুধবারের ঘটনায়। নিহতদের মধ্যে এক কিশোরী আছে বলে জানা গিয়েছে। মর্মান্তিক এই ঘটনায় আহতও হয়েছেন কয়েকজন।

আসানসোলে এদিন কম্বল বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিজেপি নেতা এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, রামকৃষ্ণডাঙা এলাকায় এই অনুষ্ঠানের মঞ্চ ছেড়ে চলে যাওয়ার পর হুড়োহুড়ি শুরু হয়। অনেকে ভিড়ে চাপা পড়েন। পদপিষ্ট হয়ে গুরুতর অহত হন অনেকে। 

দু’জন মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে চাঁদমণি দেবীর বয়স ৫৬। নিহত পঞ্চাশোর্ধ্ব আরেক মহিলার পরিচয় জানা যায়নি। 

বিজেপি নেতাদের দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং প্রশাসনের অব্যবস্থায় ক্ষোভ তৈরি হয়েছে। কম্বল নিতে যাঁরা হাজির হয়েছিলেন প্রত্যেকেই দরিদ্র। তাঁদের জীবনের প্রশ্ন, নিরাপত্তার প্রশ্ন বিবেচনার ক্ষেত্রে চোখে পড়ার মতো উদাসীনতা থেকেছে। ঘটনার পর পারস্পরিক দোষারোপ শুরু হয়েছে বিজেপি এবং তৃণমূলে। অভাবের সুযোগ নিয়ে প্রচারের রাজনৈতিক সংস্কৃতিতেও প্রশ্ন তুলছে এমন মর্মান্তিক পরিণতি।

Comments :0

Login to leave a comment