অতি ভারী বোমা ইজরায়েলকে সরবরাহ করার নিষেধাজ্ঞা তুলে নিল আমেরিকার প্রশাসন। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মার্কিন মিলিটারিকে ২ হাজার পাউন্ডের বোমা ইজরায়েলকে সরবরাহের অনুমতি দিয়েছেন ফের।
যুদ্ধবিরতির চুক্তি সই হওয়ার জেরে এখন বসতিতে ফেরার চেষ্টা করছেন প্যালেস্তাইনের সব হারানো লক্ষাধিক পরিবার। কিন্তু চারদিকে কেবলই ধ্বংসস্তূপ। নিজেরা কোথায় থাকতেন, বুঝে উঠতে পারছেন না। চারদিকে পোড়া এবং ভাঙা বাড়ি।
প্রাক্তন রাষ্ট্রপতি জো বাইডেনের প্রশাসন মাঝে কিছুদিন এইবোমা সরবরাহে নিষেধাজ্ঞা জারি করেছিল।
আমেরিকা বরাবরই ইজরায়েলকে সামরিক মদত জুগিয়ে গিয়েছে। গত এক বছরেরও বেশি সময় প্যালেস্তাইনের গাজা ভূখণ্ডে ইজরায়েল বেপরোয়া হামলা চালিয়েছে আমেরিকার মদতে। বিশ্ব জনমতের চাপে খানিকটা পিছাতে বাধ্য হয় বাইডেন প্রশাসন। সে সময়ে আমেরিকায় রাষ্ট্রপতি পদে ভোটও ছিল। এই বোমা গাজার মতো ছোট এবং ঘনবসতিপূর্ণ ভূখণ্ডে ব্যবহার করার অর্থ ভয়াবহ মাত্রায় ক্ষয়ক্ষতি।
ঘরছাড়া প্যালেস্তিনীয়রা নেতজারিম করিডোর দিয়ে ফিরছেন এই ভূখণ্ডে উত্তর অংশে।
যুদ্ধবিরতির মধ্যেও ইজরায়েলের সেনা শর্ত চাপিয়ে চলেছে গাজার নিরস্ত্র বাসিন্দাদের ওপর। কোন রাস্তায় কখন যাওয়া যাবে, গাড়ি ব্যবহার করা যাবে না পায়ে হেঁটে, সে সম্পর্কেও চাপানো হচ্ছে নতুন নতুন নির্দেশিকা।
Trump Bomb Israel
ফের ইজরায়েলকে ২০০০ পাউন্ডের বোমা দেওয়ার অনুমতি ট্রাম্পের
×
Comments :0