BAHRAICH ENCOUNTER

সংঘর্ষে অভিযুক্তদের ‘এনকাউন্টার’ উত্তর প্রদেশে

জাতীয়

বাহরাইচে সংঘর্ষে অভিযুক্তদের দু’জন ‘এনকাউন্টারে’ গুলিবিদ্ধ বলে দাবি করছে উত্তর প্রদেশের পুলিশ। এই জেলার মহারাজগঞ্জে সংঘর্ষে এক যুবক আহত হন গত রবিবার। ঘটনায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।   
বাহরাইচের জেলাশাসক মনিকা রানি বলেছেন, রবিবার প্রতিমা নিরঞ্জনের সময় সংঘর্ষ হয়। সাময়িক ভাবে ভাসান বন্ধ ছিল। পরে ফের চালু হয়। এই সংঘর্ষে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।  
উত্তর প্রদেশে পুলিশ বিভিন্ন ঘটনায় অভিযুক্তদের ওপর গুলি চালিয়েছে। পুলিশের ভাষ্যে বলা হয়েছে ‘গুলির লড়াই’ বা ‘এনকাউন্টার’। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে এনকাউন্টার ভুয়ো। কার্যত অভিযুক্তের বিচার আদালতে না করে বা দোষী সাব্যস্ত না করে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘন এবং আইন বহির্ভূত শাস্তির এই ঝোঁক সমালোচিত হয়েছে। 
উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকারের এই কৌশল অপরাধ দমনে কাজেও আসেনি। মহিলাদের ওপর অপরাধ থেকে দুষ্কৃতীদের দাপট, জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো-র খাতায় উত্তর প্রদেশ ওপরের দিকেই রয়েছে।
মনিকা রানি বলেছেন, সংঘর্ষের এলাকায় অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমা শাসক রয়েছেন। পুলিশের বড় বাহিনী মোতায়েন করা হয়েছে।

Comments :0

Login to leave a comment