স্কোরবোর্ডে ১০২ রান। পড়ে গিয়েছে ৬ উইকেট। দলের বিপদের সময়ে চওড়া হলো রিচা ঘোষের ব্যাট। তাঁর লড়াকু ৯৪ রানের জোরে ভারতের স্কোর ২৫১।
বিশাখাপত্তনমে আইসিসি মহিলা বিশ্বকাপে বৃহস্পতিবার ভারত খেলছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। জবাব দিতে নেমে ২ উইকেট হারিয়ে ১০ ওভারে ৩৪ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ৪০ ওভারে আরও ২১৮ করতে হবে।
রিচার ৭৭ বলের ইনিংসে রয়েছে ১১টি চার এবং ৪টি ছয়। এই নিয়ে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে সাতটি অর্ধ শতরান করলেন রিচা।
ভারতের ওপেনিং জুটি প্রতীকা রাওয়াল (৩৭) এবং স্মৃতি মান্ধানা (২৩) ১০.২ ওভারে ৫৫ রান তোলে। স্মৃতি আউট হওয়ার পর হারলিন দেওলের সঙ্গে জুটিতে রাওয়াল ভারতকে পৌঁছে দেন ৮৩/১ স্কোরে। কিন্তু দেওল আউট হওয়ার হওয়ার পর ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। মাত্র ১৯ রানের মধ্যে পড়ে যায় ৫ উইকেট।
ভারতকে লড়াইয়ে ফেরায় রিচা এবং অমনজোত কৌরের জুটি। ৫১ রানে যোগ হয় স্কোরবোর্ডে।
India vs South Africa
রিচার ৯৪ রানে লড়াইয়ে ফিরল ভারত

×
Comments :0