Baduria School

ক্লাস ঘরেও জল জমে ডেঙ্গুপ্রবণ বাদুড়িয়ার স্কুলে

জেলা

জলে ভাসছে ক্লাসের।

জল থৈ-থৈ বাদুড়িয়ার দিলীপকুমার জুনিয়র বেসিক স্কুলে। ক্লাস রুমেও জল। এভাবেই চলছে পঠনপাঠন। 
এমনিতেই উত্তর ২৪ পরগনার এই মহকুমায় ডেঙ্গুর প্রকোপ সব চাইতে বেশি বাদুড়িয়ায়। উদাসীন পৌরসভা। 
বাদুড়িয়া পৌরসভা থেকে ঢিলছোঁড়া দূরত্বে ৫নং ওয়ার্ডে অবস্হিত এই স্কুলটি। পাঁচ শতাধিক ছাত্র ছাত্রী ও ৭-৮জন শিক্ষক শিক্ষিকা।
অভিযোগ করলেন দ্বিতীয় শ্রেণির ছাত্র আবদুল্লা বিশ্বাসের বাবা আবদুর রহমান বিশ্বাস। বললেন এই অবস্থায় অধিকাংশ ছাত্র ছাত্রীকে স্কুলে পাঠাচ্ছেন না  অভিভাবকরা। বাদুড়িয়ায় ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ সাংঘাতিক। 
এদিকে শনিবার থেকে স্কুলের অর্ধবার্ষিকী পরীক্ষা শুরু হচ্ছে। স্কুল জলে ডুবে আছে। নিকাশি ব্যবস্থা বলে কিছুই নেই। এই জমা জলে কেউ ঝুঁকি নিয়ে আর স্কুলে পাঠাতে চাইছে না ছেলেমেয়েদের।

Comments :0

Login to leave a comment