West Bengal job scam

চাকরি বাতিলের তালিকায় মন্ত্রী কন্যার নাম

রাজ্য

West Bengal job scam

দীপশুভ্র সান্যাল


শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক রাজ্যের ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ এসেছে। সেই তালিকায় রাজ্যের মন্ত্রীর কন্যার নামও রয়েছে বলে জানা গেছে। মালবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বুলু চিক বড়াইকের মেয়ে সুস্মা চিক বড়াইকের নাম নাম থাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকা জুড়েই। 


প্রসঙ্গত মালবাজার ব্লকের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের অধীন রাঙ্গামাটি চা বাগান প্রাথমিক বিদ্যালয়েই প্রাথমিক শিক্ষিকা পদে কর্মরত ছিলেন মন্ত্রী কন্যা। গতকাল মহামান্য হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রাথমিক শিক্ষক শিক্ষিকা পদের নিয়োগ প্রক্রিয়ার ওপর জনস্বার্থে করা মামলাটির উপর রায়দান করেন। এরপরই প্রাথমিক শিক্ষা সংসদের তরফে চাকরি বাতিলের নির্দেশিকা জারি হয়। আর সেই তালিকায় মন্ত্রীকন্যার নাম থাকায় শোরগোল পড়ে যায় এলাকায়। তবে এদিনের আলাপচারিতায় সুষমা কিছু বলতে না চাইলেও মন্ত্রীর সাথে আলাপচারিতায় উঠে আসে মন্ত্রী কন্যার রাজ্যে সর্ববৃহৎ পরীক্ষা সিভিল সার্ভিস পরীক্ষাতে ইন্টারভিউ পর্যন্ত পৌঁছানোর কথা। শনিবার বিকেলে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াইক বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। বিচার ব্যবস্থার ওপর সম্পূর্ণ আস্থা ও ভরসা রয়েছে। এ প্রসঙ্গে তেমন কোন মন্তব্য আমি করব না। তবে বিরোধীরা এ বিষয়ে সোচ্চার হতে শুরু করেছে, সিপিআই(এম) মাল এরিয়া কমিটির সম্পাদক রাজা দত্ত বলেন, পরেশ অধিকারীর পর দ্বিতীয় পালক জুড়লো রাজ্যের শাসক দলের মুকুটে। সঠিকভাবে যারা পরীক্ষার মাধ্যমে চাকরিটা পেয়েছিল তাদেরকে বিপদের মুখে ফেলে দেওয়া হলো।


একই অভিমত জলপাইগুড়ি এবিপিটিএ দপ্তরের সামনে করুণ মুখে দাঁড়িয়ে থাকা ওই প্যানেলের নাম থাকা পাঁচজন প্রাথমিক শিক্ষকেরও শাসকদলের নেতা মন্ত্রীদের ছেলে-মেয়ে ও অর্থের মাধ্যমে হওয়া চাকরি প্রার্থীদের সুযোগ করে দিতে গিয়ে সমগ্র পরীক্ষা ব্যবস্থাটিকে  অব্যবস্থা পরিণত করেছে শাসক তৃণমূল। ওনাদের মধ্যে আবার একজন  একটি সরকারি প্রজেক্ট এর চাকরি ছেড়ে প্রাথমিক শিক্ষক পদে জয়েন করেছিলেন আরেকজন প্রাথমিক শিক্ষক এর চাকরি হওয়ায় রেল দপ্তরের চাকরি তে জয়েন করেননি। গত কয়েক বছরে তারা সংসার পেতেছেন অথচ হাইকোর্টের নির্দেশে আগামীতে তাদের কি হবে সেই দুশ্চিন্তায় ভূগে চলেছেন তারা।
 

Comments :0

Login to leave a comment