সোমবার আইপিএলের বড়ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স এর সামনে কলকাতা নাইট রাইডার্স । ওয়াংখেরে স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০টায়। সেই ২০০৮এ আইপিএলের সূচনা থেকেই চলছে দুই দলের এই প্রতিদ্বন্দ্বিতা। ক্রমে যা পরিণত হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বিতায়। এই দুই দলের ৩৪বারের সাক্ষাতে অবশ্য পাল্লা ভারী মুম্বইয়েরই। ২৩বার জিতেছে মুম্বই এবং কলকাতা জিতেছে ১১বার। গতবছর মুম্বইকে দুইবারই হারিয়েছিল নাইটরা। এইবছর দুটি ম্যাচের একটিতেও জয় পায়নি হার্দিক , রোহিতরা। অন্যদিকে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরেছে গতবারের চ্যাম্পিয়নরা। তাই সোমবার ঘরের মাঠে জয়ে ফিরতে চাইছে ৫বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। অধিনায়ক হার্দিক পান্ড্যর দলে রোহিত ছাড়াও , স্যান্টনার , তিলক বর্মা , সূর্যকুমার , বুমরাহরা রয়েছেন। কিন্তু গত দুই ম্যাচে একদমই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি গোটা মুম্বই দল। অন্যদিকে কলকাতা দলে ফিরেছে চ্যাম্পিয়নদের মানসিকতা। জাদু দেখাতে শুরু করেছে বরুন , সুনীলদের বোলিং। গত ম্যাচে মইন আলিও দারুন পারফরম্যান্স করেছেন। তিনিও সোমবার হতে পারেন নাইটদের এক্স ফ্যাক্টর। পাওয়ার হিটার রাসেল , রিংকুরা রয়েছেন। সবমিলিয়ে এক ধুন্ধুমার ম্যাচ দেখতে অপেক্ষারত রয়েছেন ওয়াংখেরের দর্শকরা।
indian premier league
আইপিএলে মুম্বই কলকাতা দ্বৈরথ

×
Comments :0