Wild Boar Attack

মাথাভাঙ্গায় বুনো শূকরের হানায় নিহতের বাড়িতে মীনাক্ষী মুখার্জি

রাজ্য জেলা

মৃত ধীরেন বর্মনের বাড়িতে সিপিআই(এম) নেতৃত্ব। ছবি- অমিত কুমার দেব।

অমিত কুমার দেব: কোচবিহার

সরকারের বিভিন্ন দপ্তর তাদের নিজেদের দায়বদ্ধতা থেকে পেছনে সরে যাচ্ছে বলেই অসহায় অবস্থায় রয়েছেন রাজ্যের মানুষ। কোচবিহার ঘোকসাডাঙ্গায় বুনো শূকরের হানায় দুই মৃতের পরিবারের সাথে সাক্ষাৎ করে একথা বললেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্যা মীনাক্ষী মুখার্জি। তিনি বলেন, ইতিমধ্যেই ঘোকসাডাঙ্গা এলাকায় বন্য শূকরের হারায় প্রাণ হারালেন দুইজন। প্রথম জনের মৃত্যুর পর ২৪ঘন্টা কেটে গেলেও কোন আগাম সর্তকতা নেয়নি বনদপ্তর, একারণেই দ্বিতীয় প্রাণটিও চলে গেল, এর দায় নিতে হবে সরকারকেই।
মাথাভাঙ্গা ২নং ব্লকের ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তোর্ষা নদী তীরবর্তী বড় শিমুলগুড়ি তেঁতুলের ছড়া গ্রামের কৃষক ধীরেন বর্মনের বন্য শূকরের হানায় প্রাণ হারানোর ঘটনার পর আবারও বন্য শূকরের হানায় মৃত্যু হয় মাথাভাঙ্গা ২নং ব্লকের ঘোকসাডাঙ্গা ভেলাকোপা এলাকার বাসিন্দা কাশীকান্ত বর্মনের। মঙ্গলবার সন্ধ্যায় নদীর ধার থেকে নিজের গৃহপালিত গরু বাড়িতে নিয়ে আসতে যান কাশীকান্ত বর্মন(৬৯)। এই সময় তার ওপর ঝাঁপিয়ে পড়ে বন্য শূকর এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। জানা গেছে মৃত ব্যক্তি স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন বর্মনের বাবা।
বুধবার বিকেলে প্রথমে মৃত কাশীকান্ত বর্মনের বাড়ি এবং পরবর্তীতে মৃত ধীরেন বর্মনের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্যা মীনাক্ষী মুখার্জি সহ সিপিআই(এম) কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়, সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য অলকেশ দাস প্রমুখ।
মৃতদের পরিবারের সাথে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী মুখার্জি বলেন, এই বিপর্যয়ের পরে মানুষ ক্ষিপ্ত হয়ে আছেন, তারা অসহায়। যথেচ্ছ ভাবে উত্তরবঙ্গের বন জঙ্গল গাছ কেটে ফেলা, জেসিবি দিয়ে নিয়ম বহির্ভূত ভাবে পুলিশের চোখের সামনে নদী থেকে বজরি, পাথর, বালি লুট। পাহাড়ে অবৈধভাবে জমি দখল থেকে গাছ কেটে নেওয়া। এই সমস্ত কিছুর কুফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। চোখের সামনে এগুলো হতে দিচ্ছে প্রশাসন। সরকার ভাগ পেয়ে যাচ্ছে, আর এ কারণেই চুপ করে আছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যের মানুষের সুরক্ষা, নিরাপত্তা ও জীবনের দাম কতটুকু? এই প্রশ্ন এদিন তোলেন তিনি।

Comments :0

Login to leave a comment