অবিরাম বৃষ্টিতে প্লাবিত হয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। শুধু মানুষের জনজীবনই নয়, বিপন্ন অবস্থায় পড়েছে বনাঞ্চলের বন্যপ্রাণীরাও। জঙ্গল এলাকার বিভিন্ন নদীতে প্রবল জলচ্ছ্বাসে বহু প্রাণী জলবন্দি হয়ে পড়েছে, কেউ বা জলের তীব্র স্রোতে ভেসে গিয়েছে। রবিবার সকালে ময়নাগুড়িতে উদ্ধার হয় একটি পূর্ণবয়স্ক গন্ডারের মৃতদেহ। বন দপ্তরের প্রাথমিক অনুমান, প্রবল হরপাবানের জলে ভেসে এসে গন্ডারটির মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, জলে ডুবে শ্বাসরোধেই প্রাণ হারিয়েছে প্রাণীটি।
গরুমারা বন্যপ্রাণী বিভাগের এডিএফও রাজীব কুমার দে জানান, “গন্ডারটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পরই সঠিক মৃত্যুর কারণ জানা যাবে।” বন দপ্তরের সূত্রে জানা গেছে, বন্যার জেরে আরও বেশ কিছু বন্যপ্রাণী নিখোঁজ বা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উত্তরবঙ্গের বিস্তীর্ণ জঙ্গল ও সংরক্ষিত অঞ্চলে চলা এই বন্যা পরিস্থিতি এখন বন্যপ্রাণ সংরক্ষণের ক্ষেত্রেও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
Maynaguri
উত্তরবঙ্গে বন্যায় বিপন্ন বন্যপ্রাণী, ময়নাগুড়িতে উদ্ধার গন্ডারের মৃতদেহ

×
Comments :0