মঙ্গলবার রাতে ধানক্ষেত থেকে মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল ধূপগুড়ি ব্লকের মাগুরমারী ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন রাতে একটি ধানক্ষেতে খড় দিয়ে ঢাকা অবস্থায় ওই মহিলার দেহটি দেখতে পান স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, মৃত মহিলার বয়স আনুমানিক ৪০ বছর। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাতে এলাকার বাসিন্দারা ধানক্ষেতের মধ্যে সন্দেহজনক কিছু পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তাঁরা দেখেন, খড়ের গাদার নীচে চাপা দেওয়া অবস্থায় পড়ে রয়েছে এক মহিলার নিথর দেহ। দৃশ্যটি নজরে আসতেই মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে যেভাবে ধানক্ষেতের মধ্যে খড় দিয়ে দেহটি ঢেকে রাখা হয়েছিল, তাতে খুনের আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, সম্ভবত অন্য কোথাও খুন করে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা দেহটি এখানে ফেলে খড় চাপা দিয়ে পালিয়েছে।
পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতের পরিবারের সদস্য এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি, ওই এলাকায় বা তার আশেপাশে কোনও সিসিটিভি ক্যামেরা আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। ধূপগুড়ি থানার আইসি জানিয়েছেন, "একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।"
দোষীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
Dhupguri
ধানক্ষেতে মিলল মহিলার দেহ, ধূপগুড়িতে চাঞ্চল্য
×
Comments :0