World Para Athletics Championships 2025

আরও পদক ভারতের

খেলা

বিশ্ব প্যারা অ্যাথলেটিকসে পুরুষদের ডিসকাস থ্রোয়ে এফ ৫৬ বিভাগে যোগেশ কাঠুনিয়া রুপো পেয়েছেন। তিনি ৪২.৪৯ মিটার দূরত্ব ছোঁড়েন। এছাড়া, পুরুষদের জ্যাভেলিনে এফ-৪৬ বিভাগে রিঙ্কু হুডা সোনা এবং সুন্দর সিং গুর্জর রুপো পেলেন। রিঙ্কুর ৬৬.৩৭ মিটার দূরত্ব স্পর্শ করেন। সুন্দর ৬৪.৭৬ মিটার ছুঁড়ে দ্বিতীয় হন। অজিত সিং ৬১.৭৭ মিটার ছুঁড়ে চতুর্থ না হলে তিনটে পদকই ভারত পেত।

Comments :0

Login to leave a comment