Banarhat

ভান্ডানী মেলার আয়োজনে জেনারেটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু বানারহাটে

জেলা

​উৎসব শুরুর আগেই নেমে এলো চরম শোকের ছায়া। বানারহাট ব্লকের দুরামারিতে ভান্ডানী মেলার আয়োজন চলাকালীন জেনারেটরের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম শুভঙ্কর রায় (বয়স আনুমানিক ২২ বছর), তাঁর বাড়ি ধূপগুড়ির পূর্ব ডাউকিমারী এলাকায়।
​জানা গিয়েছে, শুভঙ্কর রায় সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মাইকের কাজ করছিলেন। সেই সময়েই অসাবধানতাবশত তিনি জেনারেটরের তারের সংস্পর্শে আসেন এবং বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে তড়িঘড়ি বানারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
​এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে মুহূর্তেই উৎসবের পরিবেশ বিষাদে ঢেকে যায়। যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মেলা প্রাঙ্গণে শোকের আবহ শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আসা বহু মানুষ খবর পেয়ে মেলা প্রাঙ্গণ ছেড়ে চলে যান।
​পুলিশ সূত্রে খবর, মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হবে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উৎসবের ঠিক আগে এমন ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Comments :0

Login to leave a comment