khardaha Gang Rape

দলবেঁধে ধর্ষণ রহড়ায়, অধরা ২ অভিযুক্ত, হুমকির জেরে ঘরছাড়া পরিবার

রাজ্য

গ্রাফিক্স ছবি

কন্যা সন্তানদের লাগাতার হুমকি চলছিল। মেয়েদের বাঁচাতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হলেন বিধবা মা। ঘটনা রহড়া থানা এলাকায়। উত্তর ২৪ পরগনার রহড়া থানা এলাকায় এই বিধবা মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে ৪ জনের বিরুদ্ধে। 
অভিযোগ, রহড়া থানা এলাকার বাসিন্দা বছর ৪৭’র এক মহিলা সোমবার রাতে একটি বাড়ি থেকে ফেরার সময় তাঁর বাড়ির কাছে স্থানীয় কিছু যুবক রাস্তা আটকে মহিলাকে তুলে নিয়ে যায়। মহিলার সঙ্গে তাঁর একজন আত্মীয় ছিলেন। তাঁকে মারধর করে মহিলাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং পাশের জঙ্গলে মাঠের মধ্যে ৪ যুবক মিলে ধর্ষণ করে। মঙ্গলবার রহড়া থানায় ওই বিধবা মহিলা লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
নির্যাতিতা জানান, অভিযোগ তুলে নিতে বন্দুক হাতে হুমকি দিয়েছে দুষ্কৃতীরা।
নির্যাতিতা এদিন সংবাদ মাধ্যমের সামনে জানিয়ছেন যে তিনি গ্রামের একটি বাড়ি থেকে এক বস্তা সিমেন্ট আনতে গিয়েছিলেন একজনকে সঙ্গে নিয়ে। সেই সময় চার যুবক তাঁর পথ আটকায়। তাঁর দুই কন্যা সন্তানকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। নির্যাতিতা তাদের কথায় ভয়ে পেয়ে তাদের হাতে পায়ে ধরে কান্নাকাটি করতে থাকেন। তখন ওই চার যুবক মহিলাকে জোর করে আম বাগানের ভেতর তুলে নিয়ে গিয়ে দলবেঁধে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতার অভিযোগ, দলবেঁধে ধর্ষণের পর তাঁকে হুমকি দেওয়া হয়। বলা হয় যে এই বিষয়ে মুখ খুললে তাঁর পুত্র সন্তানকে মেরে দুই কন্যা সন্তানকে তুলে নিয়ে যাবে। এই ঘটনার পর আতঙ্কিত নির্যাতিতা। তাঁর কথায়, অভিযুক্তরা এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী। চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা রকমের অসমাজিক কাজকর্ম করে। অভিযোগ করার পর দু’বার খুনের হুমকি দিয়েছে। পরিবার নিয়ে আতঙ্কে ঘর ছাড়া। তিন কন্যা সন্তান বাড়িতে। তাদের নিয়ে তাঁকে লুকিয়ে থাকতে হচ্ছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছেন নির্যাতিতা ও তাঁর পরিবার।     
হুমকি উপেক্ষা করে নির্যাতিতা ও তাঁর পরিবার রহড়া থানায় দলবেঁধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে জাভেদ ও ছোটু নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। এখনও পলাতক দলবেঁধে ধর্ষণে অভিযুক্ত আলামিন ও আকবর। জানা গেছে, আলামিন এবং আকবর বন্দুক নিয়ে এসে অভিযোগ তুলে নেওয়ার জন্য সেই মহিলাকে হুমকি দেয়। এই গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নির্যাতিতার পাশে দাঁড়িয়েছেন গ্রামের মানুষ। অভিযুক্তরা ওই অঞ্চলে ভাড়া থাকে বলে একটি সূত্র থেকে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়, দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদে সোচ্চার গ্রামবাসীরা।

Comments :0

Login to leave a comment