কারফিউ আপাতত জারি থাকবে বলে জানিয়েছে সেনা। রাজধানী কাঠমান্ডু বহু এলাকা জনশূন্য। কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগ্নিসংযোগ এবং লুটপাটের খবর মিলেছে।
লুট এবং অগ্নিসংযোগের দায়ে ২৭ জনকে গ্রেপ্তার করেছে সুরক্ষা বাহিনী। সেনা জানিয়েছে কাঠমান্ডুর গৌশালা, চাবাহিলের মতো এলাকা থেকে উদ্ধার হয়েছে নগদ এবং অস্ত্র। মিলেছে বুলেট ও ম্যাগাজিন। নাগরিকরা অস্ত্র বা বুলেট পেয়ে থাকলে জমা দেওয়ার আবেদন জানিয়েছে সেনা।
নেপালের পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজ।
বুধবার জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে নেপালে আটকে থাকা পর্যটকদের দু’দিনের মধ্যে ফেরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নেপালে আটকে থাকা বাসিন্দাদের জন্য হেল্পলাইন চালু করেছে তেলেঙ্গানা সরকার।
নেপালের সেনা এদিন বলেছে, কেউ কেউ পরিস্থিতির সুযোগ নিচ্ছেন অন্যায়ভাবে। সরকারি সম্পত্তি ধ্বংস করা হচ্ছে। লুট করা হচ্ছে। ব্যক্তিদের লক্ষ্য করে আক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা সেনার। নেপালের প্রধানমন্ত্রীর সচিবালয়ের সঙ্গে আলোচনা চালাচ্ছে সেনা। প্রধানমন্ত্রী পদ থেকে কেপি শর্মা ওলির পদত্যাগের পর জনপ্রশাসন পরিচালনার প্রক্রিয়া নিয়ে কথা চলছে বলে জানা গিয়েছে। তবে কাঠমান্ডু বিমানবন্দর বুধবারই চালু হচ্ছে বলে জানা গিয়েছে।
Nepal Army
লুট-আগুন, অস্ত্র উদ্ধার নেপালে, পর্যটকদের ফেরানো হবে দু’দিনে, বললেন মমতা

×
Comments :0