বিরল মস্তিষ্ক সংক্রমণে কেরালায় অসুস্থ ৬৯ জন। তার মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ মোকাবিলায় সতর্কতা জারি করেছে কেরালার স্বাস্থ্য দপ্তর।
চিকিৎসকরা জানিয়েছেন এই রোগের নাম ‘প্রাইমারি অ্যামোবিক মেনিনজোএনসেফালাইটিস’। যে অ্যামিবার জন্য এই সংক্রমণ তাকে চালু কথায় ‘ব্রেন ইটিং অ্যামিবা’ বলা হয় বলে জানিয়েছেন চিকিৎসরা।
সংবাদমাধ্যমে কেরালার স্বাস্থ্য বীণা জর্জ বলেছেন যে এক জায়গায় এই রোগেই অনেকে আক্রান্ত হচ্ছেন তা নয়। আলাদা উৎস থেকে সংক্রমণ হচ্ছে। তবে ২০২৪ সালে এমনই সংক্রমণে এক এলাকার অনেকে আক্রান্ত হচ্ছিলেন। তার কারণ জল থেকে সংক্রমণ ছড়িয়েছিল। তবে জলাশয় জীবাণুমুক্ত করা হচ্ছে।
কেরালায় ডিওয়াইএফআই সব জলাশয়ে ক্লোরিন ছড়ানো হবে। সংগঠনের কেরালা রাজ্য কমিটি বলেছে যে স্বাস্থ্য দপ্তর এর মধ্যে উদ্যোগ নিয়েছে। তার সঙ্গে সহযোগিতা করবে ডিওয়াইএফআই।
ডিওয়াইএফআই বলেছে, নাকের মাধ্যমে কাদাজল বা নোংরা জল শরীরে প্রবেশ করলে সাধারণত এই রোগ হয়। জলাশয় ক্লোরিন দিয়ে জীবাণুমুক্ত করা হলে অ্যামিবার বংশবৃদ্ধির সম্ভাবনা কমে যায়।
চিকিৎসকরা বলছেন, প্রাইমারি অ্যামোবিক মেনজোএনসেফালাইটিস অত্যন্ত বিরল সংক্রমণ। একটি বিশেষ ধরনের অ্যামিবা এমন সংক্রমণ ঘটায়।
রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে যে ন্যঅশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের সহযোগিতায় সর্বত্র জলের গুণমান সংক্রান্ত নজরদারি বাড়ানো হয়েছে।
Kerala Amoeba
বিরল অ্যামিবাজনিত সংক্রমণে কেরালায় মৃত ১৯, রোগ প্রতিরোধে নামল ডিওয়াইএফআই

×
Comments :0