Indrani Bridge in Sikkim

ইন্দ্রানী সেতুর পুনর্নির্মাণ

জাতীয়

পূর্ব ও পশ্চিম সিকিমের সংযোগকারী ক্ষতিগ্রস্ত ইন্দ্রানী সেতুর পুনর্নিমাণ করল জাতীয় সড়ক সংস্থা বর্ডার রোড অর্গানাইজেশন। গত বছর অক্টোবর তিস্তা নদীর উপর থাকা ইন্দ্রানী সেতু ভয়াবহ বন্যার কবলে পড়ে ভেঙে যায়। ফলে নানা অসুবিধের মুখে পড়তে হয় উত্তর সিকিমের বিস্তীর্ণ অঞ্চলকে। সোমবার যাতায়াতের জন্য সর্ব সাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়েছে সেতুটি। সিকিম পাবলিক ওয়ার্কাস ডিপার্টমেন্ট দ্বারা নির্মীত সেতুটি গত ২০২৩ সালের ৪ অক্টোবর সিকিমের ভয়ঙ্কর তিস্তা বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিলো। ফলে দেশের বিভিন্ন অংশের সাথে যোগাযোগ সম্পর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলো উত্তর সিকিমের। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বর্ডার রোড টাস্ক ফোর্সের নেতৃত্বে বর্ডার রোড অর্গানাইজেশনের পক্ষ থেকে ৩০০ফুটের ব্রেইলি সাসপেনশন ব্রিজ নির্মানের কাজ শুরু করা হয়। এদিন আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করা হয়েছে। সেতুটি খুলে যাওয়ায় ফের যোগাযোগ স্থাপিত হওয়ায় সিকিমের সর্বত্রই খুশির হাওয়া।
 

Comments :0

Login to leave a comment