আগামীকাল শেষ হচ্ছে এসআইআরের নাম তোলার কাজ। তার আগে নদীয়ার শান্তিপুরে ১২ নম্বর জাতীয় সড়কের ধার থেকে পাওয়া গেলো একাধিক ভোটার কার্ড। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে স্থানীয় বাসিন্দারা প্রথমে ভোটার কার্ড ভর্তি বস্তাটি দেখতে পায়। দেখার সাথে সাথে তারা স্থানীয় প্রশাসনকে খবর দেয়। খবর পাওয়ার পর পুলিশ এসে কার্ড গুলোকে উদ্ধার করে। জানা গিয়েছে যেই কার্ড গুলো পাওয়া গিয়েছে সেই গুলো কোন স্থানীয় বাসিন্দার নয়। কী ভাবে, কোথা থেকে কার্ড গুলো এলো তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তবে এই প্রথম নয় এর আগেও বস্তা ভর্তি ভোটার কার্ড পাওয়া গিয়েছে।
অন্য দিকে এদিন খড়দাতে একজন বিএলও’র বাড়ি হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ গতকাল রাতে তার বাড়ির জানলার কাঁচ ভেঙে দেওয়া হয় পাথর ছুঁড়ে। কে বা কারা করেছে তা এখনও জানা যায়নি। গতকাল এসআইআর সংক্রান্ত মামলায় বিএলওদের নিরাপত্তা প্রশ্নে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানিয়েছে রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় সরকার এবং কমিশনকেও বিএলওদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।
Voter card
শান্তিপুরে উদ্ধার বস্তা ভর্তি ভোটার কার্ড
×
Comments :0