Election Commission

সার্ভারের সমস্যা মেটাতে টেলিকম সংস্থা গুলোর সাথে বৈঠক নির্বাচন কমিশনের

রাজ্য

অনলাইনে ইনুমারেশন ফর্ম আপলোড নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বিএলওদের। বার বার অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে। এই পরিস্থিতিতে টেলিকম সংস্থার আধিকারিকদের সাথে বৈঠকে বসেন রাজ্য মুখ্যনির্বাচনী আধিকারিক। জানা গিয়েছে পরিষেবা কী ভাবে উন্নত করা যায় সেই বিষয় আলোচনা হয়েছে।
উল্লেখ্য পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্যে এসআইআর-র ফর্ম জমা নেওয়ার ঘোষিত সময়সীমা ৪ ডিসেম্বর। বিএলও-দের তার আগে, ২৮ তারিখের মধ্যে, আপলোড করার জন্য চাপ দেওয়া হচ্ছে। জানা যাচ্ছে, কোনও লিখিত নির্দেশ ছাড়াই এই চাপ দেওয়া হচ্ছে। কোথাও কোথাও ২৫ তারিখই ফর্ম জমা নিয়ে নিতে বলা হচ্ছে। 
রাজ্যে এসআইআর পর্বে কয়েকজন বিএলও কাজের চাপে আত্মহত্যা করেছেন। এই ঘটনার গুলোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কমিশনকে নিশানা করেছেন। কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক জ্ঞানেশ কুমার জানিয়েছেন রাজ্য সরকারের কাছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডেটা এন্ট্রি করার জন্য কর্মী চাওয়া হয়েছিল, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোন আধিকারিককে সেই কাজে নিযুক্ত করা হয়নি। 
তবে বিএলওরা এসআইআরের কাজ নিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছে। তারা বার বার দাবি করে এসেছে ফর্ম আপলোড করার কাজ তাদের নয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএলও বলেন, ‘‘সারা দিন ধরে আমরা ফর্ম জমা নিচ্ছি। সেই গুলো মিলিয়ে দেখতে হচ্ছে ঠিক আছে কি না। ভুল থাকলে ঠিক করতে হচ্ছে। তারপর ইআরও দপ্তর বলছে প্রতিদিন গড়ে ১৫০ টা করে ফর্ম আপলোড করতে হবে। অ্যাপের মাধ্যমে সেই কাজ করতে হচ্ছে আমাদের।’’ তিনি বলেন, সার্ভারের সমস্যা থাকায় এক এক সময় ফর্ম আপলোড করতে অনেক সময় লেগে যাচ্ছে। কাজ ঠিক ভাবে করা যাচ্ছে না।
ওই বিএলও জানান, ফর্মে যেই কিউআর কোড দেওয়া আছে আপলোডের সময় তা স্ক্যান করতে হচ্ছে। তারপর সেই ভোটারের সব তথ্যের সাথে ফর্মে দেওয়া তথ্য মেলাতে হচ্ছে। যদি কারুর ২০০২ সালের তালিকায় নাম না থাকে তবে তার ক্ষেত্রে পরিবারের যেই সদস্যার নাম সে দিয়েছে তার সাথে সেই তথ্য নতুন করে বিধানসভা ধরে মেলাতে হচ্ছে। এক কথায় এক একটা ফর্ম আপলোড করতে কম করে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগছে। 
তার কথায় তাদের প্রশিক্ষণের সময় আপলোডের কথা বলা হয়নি। এছাড়া প্রতিদিন প্রায় নতুন নতুন নিয়ম ইআরও দপ্তরের পক্ষ থেকে তাদের কাছে পাঠানো হচ্ছে যার জেরে প্রতিদিন সমস্যা বাড়তে থাকছে।

Comments :0

Login to leave a comment