জুলাইয়ে ক্রেতা মূল্য সূচক কমেছে। তা নিয়ে প্রচারেও নেমে পড়েছে সরকার। তবে জুলাইয়েও দানাশস্যে মূল্যবৃদ্ধির হার ৮.১৪ শতাংশ।
সোমবার কেনদ্রীয় পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়ন মন্ত্রক জানিয়েছেন জুলাইয়ে ক্রেতা মূল্য সূচকের নিরিখে জিনিসপত্রের দাম বাড়ার হার ৩.৫৪ শতাংশ। ৫৯ মাসে মূল্যবৃদ্ধির হার সবচেয়ে কম হয়েছে জুলাইয়ে।
কেন্দ্রেরই তথ্যে দেখা যাচ্ছে যে খাদ্যে ক্রেতা মূল্য সূচক অনুযায়ী আগের বছরের জুলাইয়ে তুলনায় এবার দাম ৫.০৬ শতাংশ বেড়েছে। গতবার জুলাইয়ে মূ্যবৃদ্ধির হার চড়াই ছিল।
জুলাইয়ে সূচকে পড়তির অন্যতম কারণ সবজি এবং তেলের দাম কিছুটা কমে যাওয়া। তবে ডিমে বৃদ্ধির হার ৬.৭৬ শতাংশ।
আজনতা যে বাজার-দোকান থেকে কেনাকাটা করে তার দামের নিরিে মাপা হয় ক্রেতা মূল্য সূচক।
INFLATION JULY
জুলাইয়েও দানাশস্যের দাম বৃদ্ধির হার ৮.১৪%
×
Comments :0