ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন সহ কয়েকজন বিধায়ককে নিজেদের দিকে টেনে হেমন্ত সরকার ফেলে দেওয়ার ছক করছে বিজেপি? রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন জল্পনা।
চম্পাই সোরেনের দিল্লি সফরকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন জল্পনা। যদিও চম্পাই দাবি করেছেন যে ব্যাক্তিগত কারণে তিনি দিল্লি এসেছেন। তবে রাজনৈতিক মহলে জল্পনা বিজেপি শীর্ষ নেতৃত্বের সাথে দেখা করতে দিল্লি এসেছেন হেমন্ত মন্ত্রিসভার এই বর্ষীয়ান সদস্য।
ফেব্রুয়ারি মাসে হেমন্ত গ্রেপ্তার হওয়ার পর মুখ্যমন্ত্রী হন চম্পাই সোরেন। লোকসভা ভোটে দলকে নেতৃত্বও দেন তিনি। তারপর সম্প্রতি হেমন্ত জামিন পাওয়ার পর চম্পাইকে সরিয়ে দেওয়া হয়। ফের দায়িত্ব নেন হেমন্ত। জানা যাচ্ছে এতেই চটেছে চম্পাই সোরেন এবং তার অনুগামী চারজন বিধায়ক।
উল্লেখ্য যেই রাজ্য গুলোয় বিজেপি বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে সেই রাজ্য গুলোয় দল ভাঙিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি। সম্প্রতি বিহারে নীতিশ কুমারকে ব্যবহার করে আরজেডি, জেডিইউ এবং কংগ্রেসের জোটের সরকার ফেলে দেয় বিজেপি। মহারাষ্ট্রে এনসিপি, শিব সেনা ভাঙিয়ে ক্ষমতা দখল করেছে। রাজনৈতিক মহলের অনুমান এবার চম্পাই সোরেনকে ব্যবহার করে ঝাড়খন্ড মুক্তি মোর্চার সরকার ভাঙতে চাইছে বিজেপি।
ইতিমধ্যে ঝাড়খন্ডের দলীয় নেতৃত্বের সাথে বিজেপি শীর্ষ নেতৃত্ব বৈঠক করেছে বলে জানা যাচ্ছে।
Jharkhand
ঝাড়খন্ডে ফের সরকার ফেলার চক্রান্ত
×
Comments :0