ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশের এক কয়ালখনিতে বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ইরানের জাতীয় সংবাদ সংস্থা। বিস্ফোরণে অন্তত ৫১ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছেন।
সংবাদ সংস্থা জানাচ্ছে, মিথেন গ্যাসের কারণে বিস্ফোরণ হয়। শনিবার ইরানের সময়ে রাত ৯ টা নাগাদ এই বিস্ফোরণ হয়।
ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশের গভর্নর আলি আকবর রহিমি রবিবার জাতীয় টেলিভিশন চ্যানেলকে বলেন, “দেশের ৭৬ শতাংশ কয়লা এই অঞ্চল থেকে সরবরাহ করা হয়। প্রায় ৮ থেকে ১০টি বড় সংস্থা এই অঞ্চলে কাজ করছে।”
খনির সংশ্লিষ্ট ব্লকে উদ্ধারকাজ এর মধ্যে শেষ হয়েছে। বি ব্লকে থাকা ৪৭ জন শ্রমিকের মধ্যে ৩০ জন মারা গেছেন। ১৭ জন শ্রমিক আহত হয়েছেন। সি ব্লকে উদ্ধারকাজ শুরু হয়েছে। এই ব্লকে মিথেনের ঘনত্ব বেশি। তাই এখানে উদ্ধারকাজ সম্পূর্ণ শেষ করতে প্রায় ৩-৪ ঘন্টা সময় লাগবে।
জানা যাচ্ছে বিস্ফোরণের সময় সি ব্লকে প্রায় ৬৯ জন শ্রমিক ছিল। ইরানের একটি এনজিও জানিয়েছে, ১৭ জন আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ২৪ জনকে এখনও খুঁজে পাওয়া যায়নি।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকান নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, "আমি মন্ত্রীদের সাথে কথা বলেছি এবং আমরা উদ্ধারের জন্য সর্বোচ্চ উদ্যোগ নিয়ে কাজ করা হবে"।
Comments :0