New York

নিউ ইয়র্কের নতুন ‘কমিউনিস্ট মেয়র’ মামদানি

আন্তর্জাতিক

জয়ী মামদানি। প্যালেস্টাইন আন্দোলনের কর্মী, ট্রাম্পের ভাষায় 'উন্মাদ কমিউনিস্ট', ৩৪ বছরের ডেমোক্রেটিক সোস্যালিস্ট জোহরান মামদানি নিউ ইয়র্কের নতুন মেয়র। 
জয়ের পর নিজের ভাষণে মামদানি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন। তাই আপনার জন্য আমার চারটি কথা আছে গলার আওয়াজ বাড়ান আরও।’
তিনি বলেন, এই শহর দেখিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে হারানো সম্ভব। এই শহর থেকেই তার উত্থান। যেই ব্যবস্থার মাধ্যমে ট্রাম্পের মতো পুঁজিপতিদের কর মুকুব করা হয়, সাধারণ মানুষের ওপর বোঝা চাপানো হয় সেই দুর্নীতিতন্ত্রকে আমরা শেষ করবো।
নিউ ইয়র্কবাসীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের জন্য, একটি নতুন ধরণের রাজনীতির জন্য, তারা যেই সমর্থন জানিয়েছে তার জন্য সে এবং তার দল কৃতজ্ঞ।
আগামী ১ জানুয়ারি নিউ ইয়র্ক শহরের মেয়র হিসাবে শপথ নেবেন মামদানি।
বর্তমান মার্কিন প্রশাসন অভিবাসীদের ওপর বার বার বিভিন্ন ভাবে আক্রমণ নামিয়ে আনছে ভিসাকে কেন্দ্র করে। বিশেষ করে ভারতীয় অভিবাসীদের ওপর আক্রমণ সব থেকে বেশি। ভারতীয় বংশোদ্ভূত মামদানি বলেন, ‘নিউ ইয়র্ক অভিবাসীদের শহর হিসেবেই থাকবে। অভিবাসীদের দ্বারা নির্মিত, অভিবাসীদের দ্বারা চালিত এবং আজ রাত থেকে, একজন অভিবাসীর নেতৃত্বে পরিচালিত একটি শহর। আমরা সকলকে ভালোবাসব, আপনি অভিবাসী হোন বা না হোন।’ 
ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিবিদ তার বিজয় ভাষণে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহর লাল নেহরুর 'ট্রাইস্ট উইথ ডেসটিনি' বক্তৃতা উদ্ধৃত করেছেন।
তিনি বলেন, ‘ইতিহাসে এমন একটি মুহূর্ত খুব কমই আসে যখন আমরা পুরাতন থেকে নতুনের দিকে পা রাখি। যখন একটি যুগের অবসান হয় এবং যখন একটি জাতির কথা, দীর্ঘকাল ধরে চাপা পড়ে থাকে, উচ্চারণ পায়।’ 
তিনি আরও বলেন, আজ রাতে তার নির্বাচনী জয় সকল নিউ ইয়র্কবাসীর জন্য ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে লাইন রাঁধুনি পর্যন্ত। তিনি রিচার্ড নামে একজন ট্যাক্সি ড্রাইভারের সাথে সিটি হলের বাইরে ১৫ দিনের অনশন ধর্মঘট কীভাবে করেছিলেন তার একটি গল্পও বলেন।
মামদানি বছরের পর বছর ধরে শ্রমিক শ্রেণির মানুষদের সাথে, বোডেগা মালিক থেকে শুরু করে নার্স পর্যন্ত, তার অন্যান্য কথোপকথনের কথাও বর্ণনা করেছেন এবং বলেছেন যে তার উদ্দেশ্য এই সব মানুষের প্রতিনিধিত্ব করা।
"এই শহর তোমাদের শহর, এবং এই গণতন্ত্রও তোমাদের," তিনি বলেন। নির্বাচনী প্রচারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ছিল মামদানির অন্যতম হাতিয়ার।

Comments :0

Login to leave a comment