নভেম্বর মাসের মাঝামাঝি বা শেষের দিকে কংগ্রেস শাসিত কর্ণাটক মন্ত্রিসভায় একাধিক রদবদলের সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর ১৩ অক্টোবর মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বাসভবনে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছে। সেখান থেকেই বিষয়টি চুড়ান্ত হবে বলে কংগ্রেস সূত্রে খবর। কংগ্রেস নেতৃত্বের দাবি প্রায় ১৫ জন নতুন মুখ আনা হবে মন্ত্রিসভায়। কাদের আনা হবে সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা।
যদিও এই রদবদল নিয়ে কোন কথা বলতে চায়নি উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। তিনি সংবাদমাধ্যমের কাছে বলেছেন, ‘রদবদলের বিষয় কিছু জানা নেই। দলের হয় আমরা সবাই কাজ করছি। রদবদলের বিষয় চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী এবং দলের নেতৃত্ব।’
উল্লেখ্য কর্ণাটকে মুখ্যমন্ত্রীত্ব নিয়ে সিদ্দারামাইয়া এবং শিবকুমার বিবাদ সবার জানা। দুই শীর্ষ নেতার মধ্যে কে রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন সেই নিয়ে শুরু হয় বিতর্ক। সেই বিতর্কের ইতি টানতে সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী করে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। বলা হয় ২.৫ বছর ফের রদবদল করা হতে পারে মন্ত্রিসভায়। তবে এই রদবদলে রাজ্যের মুখ্যমন্ত্রী বদল হবে এমন কোন সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।
Karnataka
বিহার নির্বাচনের পর কর্ণাটকে রদবদল করতে পারে কংগ্রেস

×
Comments :0