Rajya Sabha

রাজ্যসভায় শক্তি কমল বিজেপি’র, নজরে ১৯ আসন

জাতীয়

কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর, মনোনীত সদস্য এবং আটটি রাজ্য মিলিয়ে রাজ্যসভায় খালি ১৯টি আসন। মনোনীত চার সদস্যের মেয়াদ শেষ হওয়ার ফলে রাজ্যসভায় শক্তি কমেছে বিজেপি’র। ফাঁকা আসনগুলি তাই নজরে রয়েছে রাজনৈতিক মহলের।

জম্মু এবং কাশ্মীর সহ একাধিক কেন্দ্রীয় শাসিত অঞ্চলের আসনও খালি রয়েছে। জম্মু ও কাশ্মীরে এখন বিধানসভা নেই।

তবে যে আটটি রাজ্যের ১১টি আসন খালি আছে তার মধ্যে রয়েছে তেলেঙ্গানা। যেখানে ক্ষমতায় কংগ্রেস। ওই একটি আসনে তারা জয়ী হলে রাজ্যসভায় তাদের সাংসদ সংখ্যা হবে ২৭।  ২৪৫ আসনের উচ্চকক্ষে প্রদান বিরোধী দলের মর্যাদা পাওয়ার জন্য প্রয়োজন ২৫ আসন। কংগ্রেসের এখন ২৬ আসন রয়েছে। রাজ্যসভায় প্রধান বিরোধী দল কংগ্রেসই। আরও একটি আসন পেলে প্রধান বিরোধী দলের মর্যাদার প্রয়োজনীয় আসনের চেয়ে দু’টি আসন বেশি থাকবে কংগ্রেসের।  

শনিবার রাজ্যসভার চার সাংসদের মেয়াদ শেষ হওয়ায় সংসদের উচ্চ কক্ষে কিছুটা শক্তি কমেছে বিজেপির। বর্তমানে রাজ্যসভায় বিজেপির সাংসদ সংখ্যা ৮৬। এনডিএ সাংসদ সংখ্যা ১০১। ‘ইন্ডিয়া’ মঞ্চের সাংসদের সংখ্যা ৮৭। 

তবে এডিএমকে এবং ওয়াইএসআরসিপি’র মতো সহায়ক দলগুলির সমর্থনে বিল পাশ করিয়ে নিতে পারে বিজেপি। দু’জন নির্দল সাংসদও রয়েছে এনডিএ’র পক্ষে। 

মনোনীত সদস্য রাকেশ সিনহা, রাম সাকাল, সোনাল মানসিং এবং মহেশ জাঠমালানির সাংসদ থাকার মেয়াদ শেষ হয়েছে। মোট ১৯টি আসন খালি রয়েছে রাজ্যসভার। তার মধ্যে মনোনীত এবং জম্মু ও কাশ্মীরের চারটি করে মোট আট আসন রয়েছে। বাকি ১১ আসনে সদস্যরা আসবেন আট রাজ্য থেকে। 

এখন দেখার এই খালি হওয়া আসনগুলিতে কাদের প্রার্থী করে বিজেপি। উল্লেখ্য এবারের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পর্যবেক্ষকদের মত, মোদী মন্ত্রিসভার এই সদস্যকে রাজ্যসভা থেকে জিতিয়ে আনতে পারে বিজেপি। 

Comments :0

Login to leave a comment